অনলাইন ডেস্ক : গত ১২ জুলাই সোমবার টরন্টো পুলিশের ৫২ ডিভিশনের পুলিশ সদস্য জেফ্ররী নর্থ্রাপ-এর অন্ত্যেষ্টিক্রিয়ায় টরন্টো পুলিশে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত ২রা জুলাই টরন্টো সিটি হলের পাশে আন্ডারগ্রাউন্ড এক পার্কিং লট এ ডাকাতির ঘটনায় দায়িত্ব পালন করতে গেলে তাঁকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। পুলিশ সূত্র মতে, গাড়ি চাপাটা ছিল সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।

বিএমও ফিল্ডে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় তাঁর পরিবার এবং ঘনিষ্ঠজন ছাড়াও প্রায় ৪৭০০ জন পুলিশ সদস্য অংশ নেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় ক্যালগেরী, এডমনটন, কুইবেক এবং ভ্যাংকুভারের পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা দুপুর একটায় থর্ণহিল ফিউনুর্যাল হোম থেকে শুরু হয়ে এক্সজিবিশন প্লেস এ শেষ হয়। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রায় পুলিশ সদস্যরা মার্চ করে ডাউন টাউনের বিভিন্ন রাস্তা ধরে কফিন বহন করে যাওয়ার সময় রাস্তার দু’পাশে পুলিশ সদস্য এবং সাধারণ জনগণ দাঁড়িয়ে তাঁর প্রতি সম্মান জানান।

জেফরী নর্থ্রাপ

টরন্টো পুলিশে প্রায় ৩১ বছর কর্তব্যনিষ্ঠার সাথে কাজ করা নর্থ্রাপ ছিলেন টরন্টো পুলিশের একজন প্রিয় মুখ। তিনি সব সময় নিয়ম ও সততার সাথে তাঁর দায়িত্ব পালন করে এসেছেন।
নর্থ্রাপের অন্ত্যেষ্টিক্রিয়ার অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, তিনি দায়িত্ব পালনে যে নিষ্ঠা দেখিয়েছেন, তার জন্য অন্টারিওবাসী সব সময় কৃতজ্ঞচিত্তে তাঁকে স্মরণ করবে। তিনি আইন শৃংখলার জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তিনি আমাদের কাছে আজীবন একজন বীর হিসেবে জাগ্রত থাকবেন।

নর্থ্রাপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তাঁর স্ত্রী তাঁর সম্পর্কে হৃদয়বিদারক কিছু কথা তুলে ধরেন যা উপস্থিত সবাইকে আবেগায়িত করে তুলে। তিনি বলেন, নর্থ্রাপ সব সময় তাঁর আশে পাশে মানুষের মঙ্গল চিন্তা করতেন এবং সব সময় সবার আনন্দের জন্য তিনি পরিশ্রম করতেন। একজন স্ত্রী হিসেবে তিনি সব সময় তাঁর কাছ থেকে যে ভালোবাসা এবং যতœ পেয়েছেন, তা কখনো ভুলার নয়। নর্থ্রাপ মৃত্যুর সময়ে তিন সন্তান রেখে যান।