অনলাইন ডেস্ক : টরন্টোর বার্চমাউন্ট স্ট্রেডিয়ামে আয়োজিত টরন্টো বনাম মন্ট্রিয়াল প্রীতি ফুটবল ম্যাচে টরন্টো জিতেছে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে (টরন্টো ৮+২= ১০ : মন্ট্রিয়াল ৭+২= ৯) টরন্টো জয়ী হয়।
আয়োজনে শেখ হাসিব হোসেন, রিয়েল এস্টেস ব্রোকার। ম্যাচে সেরা খেলোয়াড়র নির্বাচিত হন রেয়ান (টরন্টো) এবং আরাফাত (মন্ট্রিয়াল)। বিস্তারিত খবর আগামী সংখ্যা প্রকাশিত হবে।