সুহেল ইবনে ইসহাক: গত রোববার টরোন্টোর স্কারবোরোর বায়তুল জান্নাহ জামে মসজিদের অভ্যন্তরে ভাংচুরের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশ জানিয়েছে, রবিবার মসজিদের একজন তত্ত¡াবধায়ক এসে দেখেন যে কিছু কক্ষের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে আছে এবং কিছু দান বাক্স ক্ষতিগ্রস্ত বা ভেঙে গেছে। টরন্টো পুলিশ বলছে, অফিসাররা রোববার স্কারবোরোর একটি মসজিদে ঘটে যাওয়া ভাঙচুরের তদন্ত করছে টরন্টো পুলিশের বরাত দিয়ে গ্লোবাল নিউজ জানায়, কিংস্টন এবং ব্রিমলে রোডের বায়তুল জান্নাহ মসজিদে রবিবারে ১ ঘটিকার সময় তারা পৌঁছেন এবং এই ভাংচুরের ঘটনা অবলোকন করেন। তদন্তকারীরা জানিয়েছেন, এই মুহূর্তে কোনও ক্যামেরা ফুটেজ নেই।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর একটি টুইট বার্তায় বলেন, “টরন্টোর বায়তুল জান্নাহ ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে ভাঙচুরের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত, টরন্টোর বায়তুল জান্নাহ ইসলামিক সেন্টারকে লক্ষ্য করে ভাঙচুরের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। কানাডায় ইসলামফোবিয়ার কোন স্থান নেই এবং আমরা আমাদের স¤প্রদায়কে নিরাপদ বোধ করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব। তাছাড়া, ঘটনাটি নিয়ে বাঙালী ও মুসলিম কমিউনিটিতে উদ্বেগ ও আশংকা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে।

বায়তুল জান্নাহ ইসলামিক সেন্টারের সভাপতি আতিকুর রহমান বলেন, ভোর সাড়ে ৫টার সময় যখন তারা দেখতে পান তাদের মসজিদ ভেঙে গেছে। রহমান বলেন, “তারা তাকের উপর রাখা আমাদের সমস্ত কুরআনকে ফেলে দিয়েছে।”

সেন্টারের সভাপতি আতিকুর রহমান আরও বলেন, অফিসে মেঝ জুড়ে কাগজপত্র এবং নথিপত্র ছড়িয়ে ছিল, ঠিক কী হারিয়েছে বা চুরি হয়েছে তা এই মুহূর্তে বলা কঠিন। তিনি আরও বলেন, কিছু দান বাক্সও ভেঙে ফেলা হয়েছে বা চুরি করা হয়েছে। ঠিক কত টাকা চুরি হয়েছে তা তিনি জানেন না কারণ সেদিন তারা টাকা গণনার জন্য নির্ধারিত ছিল কিন্তু সন্দেহ হয়েছিল যে এটি এক হাজার ডলারের বেশি। পুলিশ জানিয়েছে, প্রধান অপরাধ ইউনিট ঘটনাটি তদন্ত করছে।