অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে ৩ জাতি সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আগামী বৃহস্পতিবার শুরু হওয়া ওই ‘থ্রি এমিগোস’ সম্মেলনের অপর পক্ষ হচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডর। হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে ২০১৬ সালের পর এই প্রথম উত্তর আমেরিকার সর্ব বৃহৎ এই তিন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা আলোচনায় বসছেন। ‘থ্রি এমিগোস’ হিসেবে পরিচিত এই ৩ দেশ ২০১৬ সালে অটোয়ায় সর্বশেষ বৈঠক করেছিল।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, উত্তর আমেরিকার এই তিন নেতার বৈঠকের ফলে নিজেদের মধ্যে সাহায্য ও সহযোগীতার বন্ধন আরো সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের আগ্রহে মূলত এই সম্মেলন হচ্ছে। করোনা মহামারী নির্মূলে দিক নির্দেশনা ও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় প্রধান্য পাবে বলে জানা গেছে। এছাড়া গ্লাসগোতে সদ্য সমাপ্ত কপ২৬ সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কীভাবে এক যোগে কাজ করা যায় তা নিয়েও ৩ নেতা আলোচনা করবেন। এছাড়া দিনব্যাপি সম্মেলনে মেক্সিকোর সাথে দক্ষিণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয় নিয়েও আলোচনা করবেন বাইডেন। ২০১৬ সালের অটোয়ায় এই ৩ জাতি সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন ট্রুডো। তখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা অংশ নিয়েছিলেন। এছাড়া কানাডায় সিইউএসএমএ নামে পরিচিত নর্থ আমেরিকান বানিজ্য চুক্তি সংশোধন নিয়েও তিন নেতা এবারের সম্মেলনে আলোচনা করবেন। ওই চুক্তি নিয়ে আমেরিকার সাথে মেক্সিকো ও কানাডা উভয় দেশের টানাপোড়েন চলছে। ওই চুক্তির আওতায় নেয়া বাইডেন প্রশাসনের সম্প্রতিক সিদ্ধান্তে মার্কিন ব্যবসায়ীরা বাড়তি সুবিধা ভোগ করছে। মেক্সিকো ও কানাডা এই বৈষম্য দূর করার জন্য চাপ সৃষ্টি করতে চাইছে। সূত্র : সিবিসি