অনলাইন ডেস্ক : অন্টারিও সরকার করোনার বুস্টার ডোজ টিকা নেয়ার বয়স সীমা কমানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে সরকারি এক ঘোষণায় বলা হয় চলতি মাসের মাঝামাঝি থেকে ৫০ বা তার থেকে বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে। আগে ৭০ বছরের বেশি বয়সীদের এই টিকা দেয়া হবে বলে জানানো হয়েছিল। সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বিকেলে অন্টারিওর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিরেন মুর বুস্টার ডোজ টিকার বিষয়ে বিস্তারিত জানাবেন। গত সোমবার তিনি বলেছেন, নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হাত থেকে বাঁচতে আমরা তৃতীয় ডোজ টিকার কথা ভাবছি।

অন্টারিও সরকার আগের ঘোষণায় বলেছিল, যারা অস্ট্রাজেনকার ২ ডোজ অথবা জনসনের এক ডোজ টিকা নিয়েছেন, তাদের মধ্যে যাদের বয়স ৭০-এর বেশি তাদের বুস্টার ডোজ দেয়া হবে। কিন্তু ওমিক্রনের বিস্তারের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে এখন বয়স সীমা কমিয়ে আনা হয়েছে।

কিরেন মুর বলেন, বুস্টার ডোজের কৌশলে পরিবর্তন আনা হতে পারে। আমরা পুরো পরিস্থিতি পর্যালোচনা করছি। অন্টারিওবাসীদের সর্বোচ্চ সুরক্ষার জন্য যা প্রয়োজন আমরা সেটিই করব। আমরা আমাদের সুপারিশগুলো আগামী কয়েকদিনের মধ্যেই সরকারকে জানিয়ে দেব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুই ডোজ টিকা নেয়ার পর বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতাকে আরো উন্নত করে। তাই বয়স্কদের জন্য তারা বুস্টার ডোজ অনুমোদন করেছেন। ইউরোপে ইতোমধ্যে এই ডোজ প্রয়োগ করা শুরু হয়েছে।

বুস্টার ডোজের বয়স সীমা নিয়ে ম্যাক মাস্টার ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও সেন্ট জোসেপস হেলথ কেয়ারের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. জেইন চাগলা বলেন, ফুল ভ্যাকসিনেটেড হওয়ার পরও করোনায় আক্রান্তদের বেশির ভাগেরই বয়স ৬০-এর ঊর্ধে। তাই এটি ৫০ না করে ৬০ করলেও চলত। তিনি আরো বলেন, বুস্টার ডোজের বয়স সীমার চাইতে বেশি জরুরী যারা এখনো করোনার কোন টিকা পায়নি তাদের টিকার আওতায় আনা। সূত্র : রেডিও কানাডা