বিনোদন ডেস্ক : স্বামী হিশাম চিশতীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন চিত্রনায়িকা তমা মির্জা। চলতি বছরের ৭ সেপ্টেম্বর দুজনের সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন তমা মির্জা নিজেই। তিনি বলেন, এই সম্পর্ক নিয়ে অনেক কাঁদা ছোড়াছুড়ি ও ঝামেলার সৃষ্টি হয়েছে। সম্পর্কটা টেনে নেয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই বিচ্ছেদ হওয়াটাই ভালো হয়েছে। ২০১৮ সালে তমার সঙ্গে হিশাম চিশতীর পরিচয় হয়। ২০১৯ সালের মে মাসে তারা বিয়ে করেন।
উল্লেখ্য, ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার।
‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।






