সুহেল ইবনে ইসহাক: কানাডায় যারা করোনাভাইরাসের টিকা নেননি, তাদের চাপে ফেলতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কুইবেক প্রদেশে যারা টিকা নেননি, তাদের ওপর স্বাস্থ্যবিষয়ক কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, কানাডার কুইবেক প্রদেশে করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এরপর স¤প্রতি করোনার সংক্রমণ বেড়েছে সেখানে। এ কারণে প্রদেশটির স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

গত মঙ্গলবার কুইবেকের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, যারা টিকা নেননি, তাদের অর্থ গুনতে হবে। এই প্রথম কোনো দেশে করোনা টিকা না নেওয়া ব্যক্তিদের আর্থিক সাজার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হলো। কুইবেক প্রদেশের সরকারের হিসাব অনুযায়ী, সেখানে ১২ দশমিক ৮ শতাংশ মানুষ এখনো টিকা নেননি। কিন্তু হাসপাতালে যারা ভর্তি হয়েছেন, তাদের অর্ধেকই এই টিকা না-নেওয়া ব্যক্তি।

কানাডার কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যমতে, কুইবেকের ১৫ শতাংশ মানুষ টিকা নেননি। ১ জানুয়ারির হালনাগাদ নথি থেকে এসব তথ্য জানা গেছে।

কুইবেকের করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রিমিয়ার ফ্রাঙ্কসোয়া লেগাউল্ট। তিনি বলেন, যাঁরা এখনো করোনার টিকার এক ডোজও নেননি, তাঁদের অর্থ দিতে হবে। ‘বেশ বড় অঙ্কের’ অর্থই দিতে হবে- এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কী পরিমাণ অর্থ দিতে হবে, তা জানাননি।

এর আগে গত সপ্তাহে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কুইবেক। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যাঁরা সরকারি দোকান থেকে গাঁজা বা মদ কিনবেন, তাঁদের টিকার সনদ দেখাতে হবে।

নতুন পদক্ষেপ সম্পর্কে কুইবেকের প্রিমিয়ার বলেন, টিকা নিয়ে প্রায় ৯০ শতাংশ মানুষ ত্যাগ শিকার করেছেন। তাঁদের সঙ্গে ন্যায্যতার প্রশ্নটি এখন আসছে। এই ব্যক্তিদের কাছে ঋণী বলেও মন্তব্য করেছেন তিনি।