অনলাইন ডেস্ক : নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন কানাডিয়ান গবেষককে এ বছরের মর্যাদাপূর্ণ কিলাম পুরস্কার দেয়া হবে। কানাডা কাউন্সিল ফর দ্য আর্টস গত বৃহস্পতিবার ১ লাখ ডলার মূল্য মানের এই পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে। মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়ে থাকে। ২০২২ সালের জন্য মনোনীতরা হলেন, কার্র ই. জেমস, সেলিম ইউসুফ, জিওফ্রে ও জিন, অধ্যাপক জেফ ডন ও ফ্রাঙ্কোয়েস বেলিস।
টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষাবিদ কার্ল ই, জেমসকে মনোনীত করা হয়েছে ন্যায় সঙ্গত সমাজ তৈরিতে তার গবেষণার জন্য। তিনি জাতি, শ্রেণি, লিঙ্গ, অভিবাসন এসব বিষয়ে কীভাবে আরো ন্যায়সঙ্গত সমাজ তৈরি করা যায় তা নিয়ে কাজ করছেন।
সেলিম ইউসুফ হ্যামিল্টনের ম্যাকমাস্টার ইউনিভার্সিটির কার্ডিওলজিস্ট ও এপিডেমিওলজিস্ট। কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধ ও চিকিত্সায় বিশেষ অবদানের জন্য তাকে এবারের কিলাম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ব্যাটারি প্রযুক্তিতে গবেষণায় অবদান রাখার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জিওফ্রে ও জিন ও অধ্যাপক জেফ ডন। তারা দুজন টরন্টো বিশ্ববিদ্যালয়ের ন্যানোকেমিস্ট বিশেষজ্ঞ। তাদের আবিস্কার বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ব্যাটারির প্রযুক্তিগত উন্নয়নে বিশেষ অবদান রাখবে। এছাড়া মানব প্রজনন, প্রতিস্থাপন, মস্তিষ্কের উদ্দীপনা ও জেনেটিক পরিবর্তন বিষয়ক গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য ডালহৌসি ইউনিভার্সিটির নীতিবিদ ফ্রাঙ্কোয়েস বেলিসকে চলতি বছরের কিলাম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
১৯৬৫ সাল থেকে কিলাম ট্রাস্টের সহায়তায় প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়ে থাকে। কানাডিয়ান শিল্পপতি ইজাক ওয়ালটন কিলামের নামে তার স্ত্রী ডরোমি কিলাম এই ট্রাস্ট গঠন ও পুরস্কার চালু করেন। ট্রাস্টের বর্তমান সম্পদের পরিমান প্রায় ৫০০ মিলিয়ন ডলার। মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন ভিক্টোরিয়া কাম্পি, মার্ক ওয়েন বার্গ, নোবেল বিজয়ী আর্তার ম্যাকডোনাল্ড প্রমুখ। সূত্র : সিবিসি