বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের চেহারার সঙ্গে হুবহু মিল রয়েছে মুম্বাইয়ের বাসিন্দা ইব্রাহিম কাদ্রির। যে কেউই তাকে দেখে শাহরুখ খান বলে গুলিয়ে ফেলেন। আর সবাইকে চমকে দিতে ইব্রাহিমও শাহরুখ খানের সব ধরনের অঙ্গভঙ্গি আয়ত্ত করেছেন।

শাহরুখ খান হিসেবে নিজের অভিজ্ঞতা ইনস্টাগ্রামে শেয়ার করছেন ইব্রাহিম। তিনি জানান, কোনো দিনই নিজের চেহারা নিয়ে খুব একটা সচেতন ছিলেন না। তবে বয়ঃসন্ধির পর থেকে তার চেহারায় শাহরুখের আদল আসতে থাকে। রাস্তাঘাটে কিংবা চেনা মহলে অনেকেই ডেকে বলতেন বিষয়টা। তখনো পাত্তা দেননি ইব্রাহিম। কিন্তু বয়স যত বাড়ছিল, তিনি যেন হুবহু কিং খানের মতো দেখতে হয়ে উঠছিলেন। মুখের ভাঁজ, চোখে খাঁজ- সবই প্রায় এক রকম!

এত সদৃশ দেখে এরপরে নিজেও আর চুপ করে থাকতে পারলেন না ইব্রাহিম। ভাবলেন শাহরুখের নকল হওয়া মন্দ কী! তার জন্য আগে খোদ শাহরুখকেই ভালো করে জানার চেষ্টা করলেন। সব ছবি দেখে ফেললেন ‘বাদশা’র। আদব-কায়দাও অভিনেতার মতোই আয়ত্ত করলেন। তারপর যা হলো- সেটা অবিশ্বাস্য।

ইব্রাহিম সেবার আইপিএল ম্যাচ দেখতে গিয়েছেন মাঠে। ‘গুজরাট লায়ন্স’কে তখন এক হাত নিচ্ছে শাহরুখের দল ‘কলকাতা নাইট রাইডার্স’। ওই সময় গ্যালারিতে ইব্রাহিমকে দেখতে পেয়েই ক্যামেরা ঘুরে গেল তার দিকে। সবাই হাত নাড়তে শুরু করলেন। পাশে বসা কেউ কেউ ছবির সংলাপও আওড়াতে শুরু করে দিলেন। সে এক মজার ব্যাপার।

শুধু তাই নয়। পোস্টে ইব্রাহিম লিখেছেন- একজন এমন জাপটে ধরলেন যে, আমার টি-শার্টটাই ছিঁড়ে গেল। শেষে পুলিশি নিরাপত্তায় আমি মাঠের বাইরে বেরোতে পেরেছিলাম।

চমক তখনো বাকি। ইব্রাহিম লেখেন- আমায় মাঠের বাইরে আনার পরই কর্তব্যরত পুলিশ কর্মী জিজ্ঞেস করেন, স্যার একটা সেলফি হয়ে যাক?

‘হুবহু’ শাহরুখ হিসেবে এই তারকা-জীবন নিয়ে বেশ খুশিতে আছেন ইব্রাহিম। তবে তার ইচ্ছা- আসল ‘বাদশা’র সঙ্গে দেখা করতে চান তিনি।