অনলাইন ডেস্ক : গত ১লা জুলাই, কানাডা ডে থেকে প্রাদেশিক সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ছয় মাসের জন্য প্রতি লিটার গ্যাসে ৫.৭ সেন্ট কর রহিত করার ফলে গ্যাসের দাম সামান্য কমেছে। ইউক্রেন এবং রাশিয়ার সামরিক সংঘাতের পর থেকে কানাডা জুড়ে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ আয়ের মানুষ নিজেদের চলাচলের জন্য গাড়ির পেছনে অতিরিক্ত ব্যয়ে হিমশিম খাচ্ছে। উত্পাদনের প্রায় সকল প্রক্রিয়ার সাথে গ্যাসের সংশ্লিষ্টতা থাকায় বর্তমানে প্রায় সব জিনিসের দাম বেড়ে গেছে। আশংকা করা হচ্ছে, খুব দ্রুত ইউক্রেন রাশিয়ার সামরিক সংঘাত শেষ না হলে, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগামী মাসগুলোতে আরও বেড়ে যাবে।

কানায়াডিয়ান্স ফর এফোরডেবল এনার্জি’র প্রেসিডেন্ট ড্যাং ম্যাক্টিগু গ্যাসের দামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের জানান, সাময়িকভাবে গ্যাসের দাম সামান্য কিছুটা কমবে এবং বৃহত্তর টরন্টো এলাকায় গ্যাস কিনতে হবে ১৯৫.৯ সেন্টে। কিন্তু সামনের দিনগুলিতে এ দাম বাড়তে পারে এবং সেটা ২.২০ থেকে ২.২৫ ডলারে গিয়ে পৌছবে। তিনি আরও জানান, ইউক্রেন-রাশিয়ার দ্ব›েদ্বর ফলে বিশ্বব্যাপী সাপ্লাই-চেইন এর জটিলতার কারণে গ্যাসের দাম এ বছর পূর্বের তুলনায় শতকরা ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে বৃহত্তর টরন্টোর নিকটবর্তী স্থানগুলোর গ্যাস স্টেশনগুলোতে কয়েক সেন্ট কমে গ্যাস পাওয়া যাবে।

অতি স¤প্রতি, ইউরোপে ন্যাটোর সামরিক তত্পরতা রাশিয়া- ইউক্রেন দ্ব›দ্বকে দীর্ঘস্থা¬য়ী করবে বলে বিশ্লেষকরা মনে করেন। আর এমনটি হলে আগামীতে বিশ্ববাসীর জন্য অপেক্ষা করছে গ্যাস সহ অন্যান্য জিনিসপত্রের দামের উর্ধ্বগতি।

প্রাদেশিক সরকারের কর রহিতের ফলে সামান্য কয়েক সেন্ট মূল্য কমায় সাধারণ মানুষের মনে এমন কোন আনন্দ নেই। তাদেরকে গত বছরের থেকে প্রায় দ্বিগুণ মূল্যে গ্যাস কিনতে হচ্ছে। সবার প্রত্যাশা, পৃথিবীব্যাপী যুদ্ধের দামামা বন্ধ হোক এবং পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করুক।