অনলাইন ডেস্ক : আগামী সপ্তাহের প্রথম দিকে কানাডায় মূল্যস্ফীতি ৮ শতাংশেরও বেশি হতে পারে। জুন মাসের তথ্য সামনে আসার পরই বিষয়টি পরিষ্কার হবে। মূল্যস্ফীতির এ হার কয়েক মাস পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও ব্যাংক অফ কানাডার গভর্নর টিফ ম্যাকলেম গত বৃহস্পতিবার একদল ব্যবসায়ী প্রতিনিধিকে জানিয়েছে।

মুদ্রাস্ফীতি সম্ভবত ৮% এর একটু উপরে যাবে। আগামী সপ্তাহে আমাদের পরবর্তী আইপিসি (ভোক্তা মূল্য সূচক) প্রকাশ করা হবে। আমরা জানি জুন মাসে তেলের দাম খুব বেশি ছিল, তাই আইপিসির বেড়ে যাওয়া দেখে আমি অবাক হব না, বলেন ম্যাকলেম।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, মে মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ, ১৯৮৩ সালের পর যা সর্বোচ্চ। কিছু বিশ্লেষকদের মতে, বার্ষিক মুদ্রাস্ফীতি জুন মাসে ৮ দশমিক ৩ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে, যা ১৯৮২ সালের পর থেকে সর্বোচ্চ হবে।
ব্যাংক অফ কানাডা আশা করছে, আগামী কয়েক মাস বার্ষিক মুদ্রাস্ফীতি গড়ে প্রায় ৮% হবে, কিন্তু ২০২৩ সালের শেষ নাগাদ এটি প্রায় ৩%-এ ফিরে আসবে। তারপর ২০২৪ সালে তা প্রায় ২%-এ এসে স্থিতিশীল হবে।

মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধি :
ব্যাংক অফ কানাডার গভর্নর ক্রমবর্ধমান মূল্য এবং মজুরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ দিকে কানাডিয়ান ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তারা মূল্যস্ফীতি আরও বাড়বে বলে মনে করেন। ব্যাংক অব কানাডার নতুন দুটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত বিজনেস আউটলুক সমীক্ষায় ব্যাংক অব কানাডা বলেছে, স্বল্প মেয়াদে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করছে ব্যবসা প্রতিষ্ঠাগুলো। এ ছাড়া আগের সমীক্ষায় তাদের যে ধারণা ছিল দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি তার চেয়েও বাড়বে বলে মনে করছে তারা।

কেন্দ্রীয় ব্যাংক তার প্রতিবেদনে বলেছে, কর্মী আকর্ষণ ও ধরে রাখতে অনেক প্রতিষ্ঠান বেতন বাড়ানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেতন ও মূল্যও দ্রুত বাড়ার প্রত্যাশা করছে। বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানের ধারণা হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মজুরি বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। প্রায় অর্ধেক প্রতিষ্ঠান মনে করে পরবর্তী ১২ মাসে মজুরি বৃদ্ধি মহামারি পূর্ববর্তী সময়ের চেয়ে বেশি হবে। অন্যদিকে ভোক্তারাও মূল্যস্ফীতি বাড়বে বলে ধারণা করছে এবং খাদ্য, গ্যাস ও বাড়ি ভাড়া বৃদ্ধি পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন। ভোক্তা প্রতিবেদন বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ভোক্তাদের আস্থায় চিড় ধরাচ্ছে। নিম্ন আয়ের কানাডিয়ান এবং বয়স্ক নাগরিকরা মুদি পণ্যের দাম ও বাড়ি ভাড়া নিয়ে তরুণদের চেয়ে বেশি উদ্বিগ্ন। ম্যাকলেম বলেছেন, ব্যাংক অফ কানাডা মূল্যস্ফীতি ২% এর কাছাকাছি লক্ষ্যে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড শনিবার বলেছেন, কানাডা সরকার তার আসন্ন বাজেটে আগুনে ঘি ঢালতে যাচ্ছে না এবং সরকার মুদ্রাস্ফীতির কিছু কারণ নিরসনের পাশাপাশি শ্রম ও আবাসন নীতির সমাধান করবে। সূত্র : রেডিও কানাডা