টরন্টোতে আলোচনায় অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড (বামে) এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক : গত ৩০শে আগস্ট, মঙ্গলবার অন্টারি’র সার্বিক উন্নয়নে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্টারিও’র প্রিমিয়ার ডগ ফোর্ড টরন্টোতে এক বৈঠকে মিলিত হন। তাঁদের দু’জনার আলোচনায় অন্টারিও’র হাউজিং ও ইলেকট্রিক যান তৈরিতে বিনিয়োগ, স্বাস্থ্যসেবার মান বাড়ানো, নতুন চাকুরী ক্ষেত্র সৃষ্টি এবং অভিবাসন বিষয় প্রাধান্য পায়।
আলোচনার দিনের সকালে অন্টারিও’র কিচেনারে বাসস্থান নির্মাণের এর জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ফেডারেল সরকারের বিনিয়োগ ঘোষণার পর ফেডারেল এবং প্রভিন্সের দুই নেতা অন্টারিও’তে যৌথভাবে আরও কিভাবে নতুন নতুন বাসস্থান তৈরির পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়ে আলোচনা করেন। তাঁদের আলোচনায় উঠে আসে ২০২২ সালের ফেডারেল বাজেট এ যে বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়েছে, সেটা বাস্তবায়িত হলে কানাডার নতুন বাসস্থান তৈরি বর্তমানের চেয়ে দুই গুণ বৃদ্ধি পাবে যা আগামী দশক পর্যন্ত বাসস্থানের স্বল্পতা দূর করবে। নতুন এই সব বাসস্থান তৈরির প্রস্তাবের মধ্যে রয়েছে, বিভিন্ন ছোট বড় শহরে চাহিদা মোতাবেক বাসস্থান তৈরির জন্য ‘হাউজিং এক্সেলেরেটর ফান্ড’ সৃষ্টি করা। সেই সাথে মানুষের সাধ্যের মধ্যে থাকা যায় এমন বাসস্থান তৈরির জন্য ‘র‌্যাপিড হাউজিং ইনিশেয়েটিভ’ এর মত কর্মসুচী গ্রহণ করা।

প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ার ফেডারেল সরকার এবং অন্টারিও প্রভিন্সের সরকারের যৌথ বিনিয়োগে ইলেকট্রিক যান তৈরির ইতিবাচক দিকগুলি নিয়ে আলোচনা করেন এবং প্রত্যাশা করেন এই বিনিয়োগের ফলে অন্টারিও’তে কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে। তাঁরা এই উৎপাদনে ব্যবহৃত খনিজ পদার্থ নিয়ে আলোচনা করেন। তাঁরা উভয়েই আশাবাদ ব্যক্ত করেন, এ সব কর্মসূচি অবশ্যই পরিবেশ বান্ধব হবে এবং কোনক্রমেই পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। তাঁরা দৃঢ়ভাবে অঙ্গীকার করেন, পরিবেশের জন্য বৈরী এমন কোন পদক্ষেপ তাঁদের নিজ নিজ সরকার নিবে না। সেই সাথে তাঁদের আলোচনায় উঠে আসে, এই সব প্রকল্পে আদিবাসীরা যেন উপকৃত হয় সেদিকে নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং প্রিমিয়ার ডগ ফোর্ড মনে করেন, অন্টারিও’র বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রম শক্তির অভাব রয়েছে। প্রভিন্সের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন যোগ্য এবং দক্ষ অভিবাসীদের কানাডায় আমন্ত্রণ জানানো হবে। নতুন অভিবাসীদের কানাডায় আনার ক্ষেত্রে অবশ্যই অন্টারিও’র যে সব খাতে প্রয়োজনীয় শ্রম শক্তির প্রয়োজন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের এই দেশে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে এবং তাদের অভিবাসনের প্রক্রিয়া সহজসাধ্য করতে হবে।

তাঁরা উভয়েই সারা কানাডা জুড়ে স্বাস্থ্য সেবার অপার্যপ্ততা নিয়ে আলোচনা করেন। তাঁরা উল্লেখ করেন, ফলপ্রসূ স্বাস্থ্যসেবা ভোগ করা কানাডার প্রতিটি মানুষের অধিকার। প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ফেডারেল সরকার প্রভিন্স এবং টেরিটোরির সরকার এবং স্বাস্থ্য বিভাগের সাথে বসেছেন, এবং কিভাবে স্বাস্থ্য সেবার মান আরও অনেক বাড়ানো যায়, সে বিষয়ে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরি হচ্ছে। জাস্টিন ট্রুডো ডগ ফোর্ডকে আশ্বাস দেন, সারা কানাডা জুড়ে স্বাস্থ্য সেবার মান আগামীতে অনেক বেড়ে যাবে।

প্রধানমন্ত্রী এবং প্রিমিয়ারের দপ্তর থেকে জানানো হয়, ফেডারেল এবং প্রভিন্সিয়াল উভয় সরকারের সার্বিক মঙ্গল এবং উন্নয়নের জন্য সামনের দিনগুলিতে তাঁরা উভয়েই এক সাথে কাজ করে যাবেন।