অনলাইন ডেস্ক : সত্তর বছর কানাডার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অলংকৃত করার পর গত ১৯শে সেপ্টেম্বর, সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে স্বামী ডিউক অফ এডিনবার্গ এবং বাবা রাজা ষষ্ঠ জর্জ ও মায়ের পাশে রানি চিরনিদ্রায় শায়িত হলেন। উল্লেখ্য, ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল এ মৃত্যুবরণ করেন।
শেষকৃত্য অনুষ্ঠানের আগে সকালে ওয়েস্টমিনস্টার হল থেকে তাঁর কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবে’তে নিয়ে যাওয়া হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির কফিন নিয়ে যাওয়ার সময় ১০ লাখের বেশি মানুষ লন্ডনের রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে শেষ তাঁকে শেষ বিদায় জানান। এ যাত্রায় রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেন। এছাড়া সশস্ত্র বাহিনীর প্রবীণ সৈনিক, ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মী এবং দাতব্য কর্মীসহ দুই হাজার মানুষ ওয়েস্টমিনস্টার অ্যাবে’তে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন।
বিকেলে ৪টায় উইন্ডসরের ডিন রানির কফিন দাফন প্রক্রিয়া শুরু করেন। বাইবেল থেকে বিদায়ি স্তবক পাঠের আগে ইম্পেরিয়াল স্টেট ক্রাউন, অর্ব ও রাজদণ্ড কফিনের ওপর থেকে সরানো হয়। রাজা এবং রাজপরিবারের সদস্যরা শতাব্দী প্রাচীন এ ঐতিহ্যে শামিল হন এবং দাফনের আগে রানিকে চূড়ান্ত বিদায় জানান। এ সময় কমনওয়েলথ দেশগুলোর প্রধানমন্ত্রী এবং রানির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধানসহ পাঁচ শত আমন্ত্রিত অতিথি। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো, বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ডে, স্পেনের রাজা ফেলিপ ও রানি লেটিজিয়া, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ, রানি সিলভিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রানির অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব এবং কফিন নিয়ে লন্ডনে শোভাযাত্রা বিবিসি, আইটিভি এবং স্কাইটিভিতে সরাসরি স¤প্রচার করা হয়। শেষকৃত্যানুষ্ঠানের সব আয়োজন সরাসরি স¤প্রচারের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য সরকার। অন্ত্যেষ্টিক্রিয়া পর্বের নানা আনুষ্ঠানিকতা দেখাতে দেশটির বিভিন্ন পার্ক, স্কয়ার এবং গির্জায় বড় পর্দার ব্যবস্থা করা হয়। এছাড়া ব্রিটেনজুড়ে ১২৫টি সিনেমা হল এ বিনামূল্যে শেষকৃত্য দেখানো হয়।
রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৬ বছরের বর্ণাঢ্য ও বর্নিল জীবন যেমন ইতিহাসের পাতায় চির উজ্জ্বল হয়ে থাকবে, ঠিক তেমনি তাঁর শেষ যাত্রাও ইতিহাসের এক উল্লেখযোগ্য ঘটনা বলে বিবেচিত হবে।