অনলাইন ডেস্ক : গত ২৬ সেপ্টেম্বর সোমবার রাট ৮ ঘটিকায় সম্মিলিত বাংলা মেলা’র এপ্রিসিয়েশন পার্টি অনুষ্ঠিত হয় স্কারবোরোর “আফফিজ গ্রিল”-এ।

কথায় বলে ‘শেষ ভাল যার, সব ভাল তার’। গত ২৬ সেপ্টেম্বর সোমবার রাতে সম্মিলিত বাংলা মেলা আয়োজক কমিটি’র জমকালো এপ্রিসিয়েশন পার্টি’তে উপস্থিত অতিথিদের মুখে এ কথাই বার বার উচ্চারিত হয়েছে। এ পার্টির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সম্মিলিত বাংলা মেলা’র এ বছরের কাযক্রম। সন্ধ্যার ঠিক পরেই অতিথিরা আসতে থাকেন। রাত আটটার মধ্যেই এপ্রিসিয়েশন পার্টিটি পরিণত হয় মিলন মেলায়। পার্টিতে নবীন-প্রবীনরা ঘন্টার পর ঘন্টা আড্ডায় মেতে উঠেন। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন স্কারবো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম। জাকারিয়া রশীদ চৌধুরীর সাবলীল সঞ্চালনায় শুরু হয় সম্মিলিত বাংলা মেলা নিয়ে স্মৃতিচারণ পর্ব। শুরুতে স্মৃতিচারণ করেন মেলা আয়োজক কমিটি’র সদস্য সচিব একে আজাদ। মেলা নিয়ে বিস্তারিত স্মৃতিচারণ আয়োজক কমিটি’র অন্যতম প্রিয়মুখ আরিফ আহমেদ।

এরপর স্মৃতিচারণ পর্বে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি রেশাদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী, আহাদ খন্দকার, কৃষিবিদ ফায়েজুল কবির, ইঞ্জিনিয়ার নওশের আলী, আহমদ হোসেন, ড. হানিফ, জাকির খান, এজাজ খান, সৈয়দ তপন, শাকিল আহমেদ, ব্যারিস্টার রেজোয়ান রহমান, ব্যারিস্টার ওমর জাহিদ, ব্যারিস্টার আরিফ হোসেন, ব্যারিস্টার শামস, ব্যারিস্টার আরিফ ইমতিয়াজ, আজকাল সম্পাদক মাহবুব চৌধুরী রনি, ভোরের আলো’র বার্তা সম্পাদক ও মর্টগেজ এজেন্ট দীন ইসলাম, রিয়েলটর মোহাম্মদ আলী শাওন, মোহাম্মদ জিলানী, সারোয়ার আহমেদ, তমাল দে, আজমল মিয়া, শেখ হাসিব হোসেন, মর্টগেজ এজেন্ট আনিসুর রহমানসহ অনেকেই অংশ নেন। আনন্দগন এ অনুষ্ঠানে টরেন্টোর প্রিয়মুখ রিয়েলটর রাফি আলম, কবির হোসেন, মর্টগেজ এজেন্ট বজলুর ভূইয়া মারুফ, মকবুল হোসেন মনজুসহ অনেকেই উপস্থিত ছিলেন। মজাদার ডিনার দিয়ে শেষ হয় এপ্রিসিয়েশন পার্টি।