গত ১৮ই অক্টোবর ২০২২ তারিখে প্রেইরি ড্রাইভ পার্ক রেসিডেন্ট পরিচালিত গ্রুপ এবং ওয়ার্ডেন উডস (Warden Woods) কমিউনিটি সেন্টারের যৌথ উদ্যোগে আসন্ন সিটি কর্পোরেশন ইলেকশন বিষয়ে একটি গণসচেতনামূলক পপ-আপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ২৫ জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন। কমিউনিটি লিডার শাহ গোলাম মহিউদ্দিন আদিবাসীদের ভূমিসত্তে¡র সম্মতিপত্র পাঠ করে অনুষ্ঠানের সূচনা করেন। অতপর তিনি কি কারণে, কেন এবং কিভাবে ভোটগ্রহণ করা হয় তা বিষদভাবে ব্যাখ্যা করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে স্টিকি নোট এবং ব্যালটের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেন এবং মক ব্যালট এর মাধ্যমে ভোট প্রদান প্রক্রিয়াটি অনুশীলন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন The Neighbourhood Organization (TNO) এর কর্মকর্তা ইয়াসমিন আশরাফ এবং ওয়ার্ডেন উডস (Warden Woods) কমিউনিটি সেন্টার এর কর্মকর্তা হাইয়াসিনথ অলবিনো (Hyacinth Olbino)। আগামী ২৪ অক্টোবর ২০২২ তারিখে উপস্থিত সবাইকে ভোট দিতে এবং অন্যদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সিলভি, রবিউল, মাইনুল, খালেকুজ্জামান, সাব্বির, অনন্ত প্রমুখ।

পরিশেষে অংশগ্রহণকারিগণের মাঝে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় ও সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।