আল বেরুনী : গত ৬ই নভেম্বর, রবিবার ২০২২ তারিখে বিজনেস ভিশন, কানাডা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গর্ব ডলি বেগম, এমপিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরন্টোস্থ বাংলাদেশ কনসুল জেনারেল জনাব লুংফর রহমানসহ আরও কমিউনিটি নেতৃবৃন্দ।

বিজনেস ভিশন, কানাডার সত্ত্বাধিকারী জনাব মোশতাক হোসেন চৌধুরীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাসুক মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল গাফফার, সুনামগঞ্জ এসোসিয়েশনের সভাপতি প্রফেসর আতাউর রহমান, আব্দুল মঈন চৌধুরী, আহাদ খন্দকার, ফায়জুল করিম, এনআরবি টেলিভিশন এবং বাংলামেইল পত্রিকার কর্ণধার শহীদুল ইসলাম মিন্টু, ইউনিয়ন পরিষদ চেয়্যারমান একরার হোসেন, এবাদ চৌধুরী, দুলাল ভৌমিক, রকিব হোসেন মুন্না, নাজির হোসেন, জুনাইদ মিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ডলি বেগম, এমপিপি; টরন্টোস্থ বাংলাদেশ কনসুল জেনারেল জনাব লুংফর রহমান এবং বিজনেস ভিশন, কানাডার সত্ত্বাধিকারী জনাব মোশতাক হোসেন চৌধুরী বাঙালী কমিউনিটির ভ্রাতৃত্ববোধ স্থাপনসহ ব্যবসায়িক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ জানান।