গত ৯ অক্টোবর রোজ রবিবার বিকেল ৭.৩০ ঘটিকায় রিজেন্ট পার্কের বুলগেরিয়ান চার্চে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি টরন্টো’র নব নির্বাচিত কার্যকরী পরিষদ (আব্দুল মুমিত-এজাজুল চৌধুরী পরিষদ ২০২২-২০২৫) এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি ডলি বেগম, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী, ডীন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

অনুষ্ঠানের প্রথম পর্বে সমিতির বিদায়ী সভাপতি টুনু মিয়ার সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় মহাগ্রন্থ আল কোরআন হতে তেলায়াত করেন হাফিজ জাবিরুল হক। বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির উপদেষ্ঠা খসরুজ্জামান চৌধুরী দুলু, উপদেষ্ঠা আসাদ উদ্দিন, উপদেষ্ঠা জামিল উদ্দিন, সাবেক সভাপতি আখলাক হোসেন, বিদায়ী সহসভাপতি শাকিল খান প্রমুখ।
নতুন পরিষদকে শপথবাক্য পাঠ করান ও মোনাজাত পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল বাসিত।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি আবদুল মুমিত ও পরিচালনা করে নব নির্বাচিত সাধারণ সম্পাদক এজাজুল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের এমপিপি ডলি বেগম, বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী, ডীন, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

আরো বক্তব্য রাখেন আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের বিয়ানীবাজার এসোসিয়েশন এর পক্ষ হতে আগত অতিথিদের মধ্য হতে বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক জি এস এনাম উদ্দিন, মিশিগান প্রবাসী মুড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিয়ানীবাজার সমিতি মিশিগান, আমেরিকার সভাপতি আজমল হোসেন, জালালাবাদ এসোসিয়েশন মিশিগানের সাধারণ সম্পাদক হাবিব রহমান, জালালাবাদ এসোসিয়েশন মিশিগানের সভাপতি এম সোলাইমান খান, সুনামগঞ্জজেলা সমিতির সভাপতি প্রফেসর আতাউর রহমান, হবিগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল চৌধুরী, গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি নেওয়াজ চৌধুরী সাজু, মৌলভীবাজার সমিতির সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল বাসিত, নির্বাচন কমিশনার দিপু চৌধুরী ও আব্দুল হামিদ, সমিতির উপদেষ্ঠা আসাদ উদ্দিন, জগলুল হক, জামাল উদ্দিন, এমাদ হোসেন, নির্বাহী সহ সভাপতি শাকিল খান, অর্থ সম্পাদক শরফুল ইসলাম প্রমুখ।সর্বশেষ নৈশভোজের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। (প্রেস বিজ্ঞপ্তি)