অনলাইন ডেস্ক : গত ১৬ই ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় টরন্টোর ১৪১ সানরাইজ এভিনিউ’র দ্য হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচারাল সেন্টারে ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার বার্ষিক পুনর্মিলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টরন্টোর তিন বাংলাদেশী বংশোভূত আইনজীবী ব্যারিস্টার ওমর জাহিদ, ব্যারিস্টার রিজওয়ান রহমান এবং ব্যারিস্টার আরিফ হুসেন’কে ‘সার্টিফিকেট অব এওয়ার্ড’ এ সম্মানীত করা হয়। টরন্টোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সার্বিক মঙ্গলের জন্য একনিষ্ঠভাবে কাজ করার স্বীকৃতি হিসেবে তাদের তিনজনকে এ সম্মানে ভূষিত করা হয়।

উল্লেখ্য, ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা একটি বেসরকারী ও অলাভজনক সংগঠন। বহুসংস্কৃতির কানাডার বিভিন্ন ভাষা এবং জাতিগোষ্ঠীর মানুষের প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের সার্বিক উন্নয়নে এই সংগঠনটি কাজ করে। এই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে, বিভিন্ন ভাষাগোষ্ঠীর সংবাদ মাধ্যমের সাথে সমন্বয় সাধন করা। বর্তমানে কানাডা জুড়ে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় পাঁচ শত এবং এই সদস্যদের দ্বারা একশ এগারোটা ভাষায় প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদ মাধ্যম প্রকাশ হয়ে থাকে।

ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডার প্রেসিডেন্ট ও সিইও থমাস এস সারাস উপস্থিত সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে জানান, বহুজাতিক কানাডায় সব ভাষাগোষ্ঠী ও সংস্কৃতির সাধারণ মানুষের সার্বিক চিত্র ভালোভাবে তুলে ধরার জন্য ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সংগঠন ফেডারেল সরকারকে এথনিক প্রেস এবং মিডিয়ার গুরুত্ব বুঝাতে সক্ষম হয়েছে। সেজন্য, সরকার এর সদস্যদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসছে। জনাব সারাস উল্লেখ করেন, কানাডার বিভিন্ন ভাষার সংবাদমাধ্যমগুলো যাতে বিরূপ অর্থনৈতিক অবস্থায় বন্ধ হয়ে না যায়, সেজন্য সংগঠনটি ফেডারেল সরকারের কাছে বেশ কয়েকটি সুপারিশ পেশ করেছে। জমকালো এ অনুষ্ঠানে টরেন্টোর সিটি মেয়র জন টরি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কারবোরো গিল্ডউড এর এমপিপি মিটজি হান্টার, স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি ডলি বেগম এবং কানাডার ফেডারেল ও প্রভিন্সিয়াল সরকারের কয়েকজন প্রতিনিধি।