অনলাইন ডেস্ক : মুদ্রাস্ফীতির কারণে বিশ্বজুড়ে জীবনধারণের ব্যয় বেড়ে গিয়েছে বহুগুনে। এর বাইরে নয় উন্নত দেশ কানাডাও। দেশটির সাধারণ ও নিম্ন আয়ের মানুষও খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এ অবস্থায় বাড়ি ভাড়া করে থাকেন এমন নিম্ন আয়ের মানুষদের প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, সারাদেশে প্রায় ২০ লাখ ভাড়াটিয়াদের জন্য সুখবর। আপনি এখন কানাডা হাউজিং বেনিফিটে আপনার টপ-আপের জন্য আবেদন করতে পারেন।

ট্রুডো জানান, এর মাধ্যমে ভাড়াটিয়ারা এককালীন অর্থ পাবেন। অনেক লোক এরই মধ্যেই এই বেনিফিট পেয়ে থাকেন। এসব প্রণোদনা ভাড়াটিয়াদের আবাসন খরচ মেটাতে সাহায্য করবে।

কানাডার প্রধানমন্ত্রী বলেন, এটি আবাসনকে আরও সাশ্রয়ী করার জন্য আমাদের বিস্তৃত পরিকল্পনার একটি অংশ মাত্র। আমরা লোকদের প্রথম বাড়ির স্বপ্ন পূরণে সঞ্চয় করতেও সাহায্য করছি। আমরা আবাসন সরবরাহ বাড়াচ্ছি।

ট্রুডো বলেন, প্রত্যেকেরই একটি বাড়ি থাকা বা সাশ্রয়ী মূল্যের জায়গা প্রাপ্য। আমরা ঠিক এটি সরবরাহ করার জন্য কাজ চালিয়ে যাব।

ক্রমবর্ধমান ভাড়া বৃদ্ধির ফলে অনেক ভাড়াটিয়াদের মাসিক বাজেটে চাপ সৃষ্টি করে। এ ক্ষেত্রে কিছু স্বল্প-আয়ের ভাড়াটিয়ারা তাদের আবাসন খরচ কমাতে সাহায্য পাওয়ার জন্য ফেডারেল সরকারের কাছ থেকে এককালীন ৫০০ কানাডিয়ান ডলার পেমেন্টের জন্য আবেদন করতে পারবে।

তবে অ্যাডভোকেটরা বলছেন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বাড়তে থাকায় এবং ক্রমাগত সাশ্রয়ী মূল্যের আবাসন কমতে থাকায় সরকারের এই অফার নি¤œ আয়ের কানাডিয়ানদের খুব সামান্যই লাভবান করবে। এটি হয়তো আপনাকে একমাসের জন্য সহায়তা করবে, পরের মাসের ব্যাপারে পরিবারগুলো কি করবে?

অ্যাডভোকেসি সেন্টার ফর টেন্যান্টস অন্টারিওর (এসিটিও) স্টাফ আইনজীবী দানিয়া মজিদ বলেন, এটি বালতিতে খুব সামান্য ড্রপ।
তিনি বলেন, কানাডিয়ানরা তাদের বিলের খরচ মেটাতে হিমশিম খাওয়ার কারণে ফুড ব্যাঙ্কগুলোতে ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে।

যদি সরকার আবাসন সংকট সমাধানে সাহায্য করার জন্য কিছু করতে চায়, তাহলে তাদের আবাসনের আর্থিকীকরণের দিকে নজর দিতে হবে, অ্যাডভোকেসি গ্রুপ আসিওআরএন-এর আবু-জাহরা এক ই-মেইল বার্তায় বলেছেন।

আপনি যদি কানাডিয়ান ভাড়াটিয়া হন তবে এই সহায়তার জন্য যোগ্য কিনা তা দেখতে পারেন। যোগ্য হলে কীভাবে আবেদন করবেন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় https://bit.ly/3hnFLhr. সূত্র : সিবিসি নিউজ