আহসান রাজীব বুলবুল, কানাডা : কানাডায় খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‌‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’ পালন করা হয়েছে। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। উৎসবকে কেন্দ্র করে গতকাল শনিবার থেকেই বিভিন্ন অফিস ও বাসা-বাড়িতে শুরু হয় পার্টি। আলোক সজ্জায় সজ্জিত হয়েছে অফিস আদালত।

প্রচণ্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বড়দিনের উপহার সামগ্রীর কেনাকাটায় বিভিন্ন মলে দেখা গেছে ভিড়। গতবছরের তুলনায় এ বছর বেশি মানুষের সমাগম দেখা গেছে।

অন্যদিকে, বিভিন্ন কমিউনিটির নেতারা ক্রিসমাসের শুভেচ্ছা দিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে ‘মেরি ক্রিসমাস’ সম্বলিত শুভেচ্ছা জানাচ্ছেন।

খ্রিষ্টধর্মাবলম্বীদের পারিনা জ্যাকব বলেন, নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকব না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূরে রেখে সবার মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভ এ ঈশ্বরের কাছে, এ বছর এটাই আমাদের প্রার্থনা।

খ্রিষ্টধর্মের অনুসারী এ্যনথনি জ্যাকব বলেন, সমগ্র বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা যেন ভালো থাকি এটাই আমাদের প্রার্থনা।

উল্লেখ্য, করোনা মহামারির প্রকোপ না থাকায় এ বছর কানাডাতে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হচ্ছে।