“রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই” বলে সেদিন যেসব বঙ্গশার্দুল ঢাকার রাজপথ কাঁপিয়েছিল। যাদের বুকের তাজা রক্তে সেদিন ঢাকার রাজপথ স্নাত হয়েছিল। সেইসব বীর শহীদদের স্মরণে এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তীব্র শীতকে উপেক্ষা করে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সমিতি কানাডার সদস্যবৃন্দ। রাত ১১টা থেকেই টরোন্টস্থ নবনির্মিত শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হতে থাকে দূরদূরান্ত থেকে আসা চট্টগ্রামবাসিরা।
ঢাকার রাজপথ থেকে রক্তের দাগ মুছে গেলেও বাঙালির হৃদয় থেকে এখনও সে দাগ মুছে নাই। তাইতো এই কনকনে শীতের রাতে সবাই ছুঁটে এসেছেন বাংলার সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে। সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ- সভাপতি এমদাদ চৌধুরী, সহ- সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ট্রেজারার মাহবুবুল ইসলাম চৌধুরী সাইফুল, এসিস্টেন্ট ট্রেজারার মোহাম্মদ এরশাদ, আপ্যায়ন সম্পাদক আহসানুল বারী লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদিকা নাঈমা ফেরদৌসী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদিকা নাহিদ আকতার, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, সহ-সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আমানত উল্লাহ রিন্টু, মোহাম্মদ আবছার, বাবলু চৌধুরী, নাজমা বেগম, রউফ ইউশাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন শহীদ মিনারের পাদদেশে।
রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ হয় একুশের প্রথম প্রহরের এই শোকময় ও উত্সবমুখর পর্বের। দূরদূরান্ত থেকে আগতদের সংগঠনের সভাপতি মঞ্জুর চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।