কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুহেল ইবনে ইসহাক: কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন গত মঙ্গলবার ২৮শে ফেব্রুয়ারি বিকাল ৭টায় ৩৪৬২ ডেনফোর্থ এভিনিউ-এ কানাডা আওয়ামী লীগের দলীয় অফিসে কানাডা আওয়ামী লীগ ও অন্টারিও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
কানাডা আওয়ামী লীগ এর সহসভাপতি জসিম চৌধুরীর সভাপতিত্বে ও কানাডা আওয়ামী লীগ এর সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার হোসেন বলেন ‘জীবনে কোনোদিন কারো উপকার ব্যাতিত অপকার করিনি, তিতুমীর কলেজের ছাত্র জীবন থেকেই অন্যের উপকার করে যাচ্ছি, এভাবে সারাটি জীবন অন্যের উপকার করে যেতে চাই। চলার পথে নিজের অজান্তে কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন’ গভীর আবেগ বিজড়িত কণ্ঠে তিনি তাঁর আগামী পথচলায় সকলের দোয়া কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগ এর সহসভাপতি আলী আকবর, অন্টারিও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিলু, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন নুনু, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা, অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি আবু হেনা কোরেশী, কানাডা আওয়ামী লীগের সংগঠিনিক সম্পাদক এমরুল ইসলাম ইমরুল, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল শামসুল, কানাডা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল আহমদ, বিয়ানীবাজার এসোসিয়েশনের সাবেক সভাপতি টুনু মিয়া, বিয়ানীবাজার এসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাজুল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ কানাডার সভাপতি আমিন মিয়া, শক্তি দেব, শাহান চৌধুরী, বাবুল মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মিলন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল্লাহ হাই, শরিফা খাতুন (মসি), মোহাম্মদ বিপ্লব চৌধুরী, ঝুটন তরফদারসবুজ চৌধুরী টিটু, সুহেল আহমদ, এডভোকেট কামরুল ইসলাম, সাবু শাহ, হেলাল উদ্দিন, আসব উদ্দিন প্রমুখ।