
গত শুক্রবার ৮ই মার্চ, ২০২৩ Second Student Centre Conference Centre, ইয়র্ক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত এবং আনন্দমুখর সংগীত সন্ধ্যা ‘গান ফেস্ট’ চ্যারিটি কনসার্ট। ‘গানের মাধ্যমে বাংলাদেশী সংস্কৃতি উপভোগ করা এবং চ্যারিটির মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিকে সেবা করা’ এই ধারণা থেকেই এই কনসার্ট এর শুরু। আয়োজক Bangladeshi Students’ Association, ইয়র্ক ইউনিভার্সিটি এবং Bangladeshi Students’ Association, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
এই তরুণ দেশপ্রেমী ছাত্রদের ইচ্ছা বাংলাদেশী সংস্কৃতিকে নিজেদের জীবনের সাথে সজীব রাখা এবং কমিউনিটির জন্য মানব কল্যাণমূলক কাজ করা। এই বছর তারা Distressed Children & Infants International Canada (DCI Canada) কার্যক্রমে অনুপ্রাণিত হয় এবং বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যের জন্য এগিয়ে আসে। তাদের এই কনসার্ট থেকে অর্জিত পুরো অর্থ DCI Canada কে দান করার ঘোষণা দেয়। তারা DCI Canada থেকে সূচনা বক্তব্য এবং এর কার্যক্রম তুলে ধরার জন্য এর প্রতিনিধিদের আহবান জানায়।
ডি.সি.আই কানাডার সাধারণ সেক্রেটারী সাজেদুন নাহার এবং মেম্বার সদস্য ইকবাল হোসেন ও সোমা হোসাইন প্রতিনিধিত্ব করেন।
তাদের এই কনসার্ট এ বাংলাদেশের জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘SHUNNO’সহ অনেক মেধাবী তরুণরা সুমধুর বাংলা গান পরিবেশ করে।
৮ই মার্চ রাতের ভয়াবহ তুষার ঝড়ের তোয়াক্কা না করে নিজের ভাষা, গান এবং সংস্কৃতিকে মর্যাদা দেয়ার জন্য হল ভর্তি তরুণদের উপস্থিতি নিরেট দেশপ্রেমেরই প্রমাণ দেয়। রুদমিলা হোসেন এবং আলভী রহমানের সাবলীল কৌতুকপূর্ণ সঞ্চালনায় কনসার্টটি ছিল প্রাণবন্ত।