অনলাইন ডেস্ক : গণহত্যার অভিযোগের বিচার প্রক্রিয়া শেষ না করা পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই উদ্বেগ জানানো হয়।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।’
রণধীর জয়সওয়াল বলেন, ‘(বাংলাদেশে) গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর (পলিটিক্যাল স্পেস) সঙ্কুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে।’
একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত।
রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে দ্রুত একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই।’
টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল। অনেক কিছু বিসর্জন দিয়ে দেশটির সঙ্গে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এজন্য গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভারত স্বাভাবিকভাবে নিতে পারেনি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি ভারত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলেও নানা সময় খবর প্রকাশিত হয়েছে।
ভারতের টার্গেট ছিল, কোনোভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার সুযোগ করে দিতে পারলে তাদের ঘুরে দাঁড়ানো সহজ হবে। তবে ছাত্র-জনতার চাপের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করায় আওয়ামী লীগের পক্ষে আগামী নির্বাচনে অংশ নেওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেল। বিষয়টি ভারতকে চরমভাবে হতাশ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নানা ইস্যুতে ভারত তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ এটাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে। ফলে বেশ কয়েক বার ভারতের প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সরকার একটি ব্যাখ্যা দিয়েছে। এবার ভারতের উদ্বেগের জবাবে কোনো প্রতিক্রিয়া জানায় কি না সেটা জানতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে।