অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণমূলক পালতোলা জাহাজ “কুয়াউথেমক” শনিবার (১৭মে) সন্ধ্যায় এই ব্রিজে ধাক্কা খাওয়ার পর ঘটনাস্থলে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, জাহাজটি সংঘর্ষের আগমুহূর্তে হঠাৎ বিদ্যুৎ সংযোগ হারিয়ে ফেলে, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ব্রিজের স্তম্ভে ধাক্কা খায়।

শনিবার (১১ মে) শনিবার সন্ধ্যায় যখন কুয়াউথেমক নামের ঐতিহ্যবাহী মেক্সিকান নৌজাহাজটি সৌজন্য সফরের অংশ হিসেবে নিউ ইয়র্কে প্রবেশ করছিল। সেসময় জাহাজটিতে ২৭৭ জন কর্মকর্তা, ক্যাডেট ও ক্রু সদস্য ছিলেন। মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, দুর্ঘটনার সময় জাহাজটি ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিদ্যুৎ বিভ্রাট ও যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজের দুটি উঁচু মাস্তুল সেতুর নিচের অংশে সজোরে আঘাত হানে। এর ফলে মাস্তুলের একাংশ ভেঙে পড়ে এবং ডেকে থাকা কয়েকজনের উপর গিয়ে পড়ে। এতে দুইজন নিহত হন ও অন্তত ১৯ জন আহত হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

জরুরি সেবা সংস্থাগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেয় এবং জাহাজে থাকা সবাইকে উদ্ধার করে। নিউ ইয়র্ক দমকল বিভাগ জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জনগণকে ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট এবং ব্রুকলিনের ডাম্বো এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়, কারণ ওই এলাকায় তখন প্রচণ্ড যানজট এবং জরুরি যানবাহনের ভিড় ছিল। কোস্ট গার্ড জানিয়েছে, কুয়াউথেমকের মাস্তুলের উঁচু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজটিকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, কুয়াউথেমক নামের এই পালতোলা প্রশিক্ষণ জাহাজটির দৈর্ঘ্য ২৯৭ ফুট (৯১ মিটার) এবং প্রস্থ ৪০ ফুট (১২ মিটার)। ১৯৮২ সালে যাত্রা শুরু করা এই জাহাজটি প্রতি বছর ক্যাডেটদের চূড়ান্ত প্রশিক্ষণের অংশ হিসেবে বিশ্ব সফরে পাঠানো হয়। এবছর এটি ৬ এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে ছেড়ে আসে এবং আইসল্যান্ডের উদ্দেশে রওনা দেয়। দুর্ঘটনার তদন্ত চলছে এবং ব্রুকলিন ব্রিজে বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র : বিবিসি