অনলাইন ডেস্ক : ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির ‘অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না’।

দেশটির স্থানীয় গণমাধ্যম এবং এএফপি এই তথ্য জানায়।

বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সোকোরা হাসপাতাল পরিদর্শন করেন কাৎজ। তেল আভিভের কাছে হলোনে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে, তিনি ইসরাইলকে ধ্বংস করতে চান, তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোয় গুলি চালানোর নির্দেশ দেন।’

‘তিনি ইসরাইল রাষ্ট্রের ধ্বংসকে একটি লক্ষ্য বলে মনে করেন…এই ধরনের ব্যক্তির অস্তিত্ব আর থাকতে দেওয়া যাবে না,’ বলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।