স্পোর্টস ডেস্ক : এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই অসাধারণ অর্জনের পর বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনায় ভূষিত হয়েছেন আফঈদা, ঋতুপর্ণারা।

রবিবার মধ্যরাতে দেশে ফিরেই বাফুফের আয়োজনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয় নারী ফুটবলারদের। খেলোয়াড়দের গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বাফুফে কর্মকর্তারা।

আজ সোমবার নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, দেশের নারী ফুটবলের এই ঐতিহাসিক অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি গড়বে। জাতীয় পর্যায়ে মেয়েদের এমন অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বড় অনুপ্রেরণা।

উল্লেখ্য এই প্রথমবারের মতো বাংলাদেশ নারী দল এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে। গ্রুপ পর্বে জর্ডান ও ইরাককে হারিয়ে জায়গা করে নেয় তারা। নারী ফুটবলের এই ঐতিহাসিক অর্জন নিয়ে ক্রীড়ামহলে চলছে প্রশংসার জোয়ার।