অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় এক সপ্তাহ ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। অর্থনৈতিক , শিক্ষাগত , স্বাস্থ্য ও অসম জনসেবার কারণে চরম ক্ষোভে ফুঁসছে দেশটির নাগরিকরা। এ পর্যন্ত নিহত ১০।

নাগরিকদের সুযোগ-সুবিধায় ইন্দোনেশিয়া সরকার যথেষ্ট সচেতন নয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের। স্বচ্ছ আমলাতন্ত্র, ন্যায্য সুযোগ এবং বৈষম্যহীন দেশ চান বলেও জানিয়েছেন তারা। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে এর মধ্যেই জনপ্রতিনিধিদের আবাসন ভাতা বাতিল করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এতে বিক্ষোভ থামবে এমনটা মনে করছেন না কেউই।

বিশ্লেষকরা বলছেন, দেশটির অর্থনৈতিক অবস্থাই এই গণবিক্ষোভের মূল কারণ। এর আগে আগস্টের শেষ দিকে রাজধানী জাকার্তায় বিক্ষোভ চলাকালে পুলিশের গাড়ির চাপায় প্রাণ হারান ডেলিভারি কর্মী আফফান কুর্নিয়াওয়ান। এরপর রাজধানী জাকার্তা ছাড়াও সুমাত্রা, সুলাওয়েসি, কালিমান্তান ও বালির রাস্তায় মানুষ বিক্ষোভে নামে। তাদের আটকাতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ব্যবহার করে।

বিক্ষোভকারীরা সরকারি ভবন ও কর্মকর্তাদের বাড়িতে হামলা ও লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।