বিনোদন ডেস্ক : মেক্সিকোর জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ডেবোরা এসত্রেয়া (৪৩) বিমান চালনার প্রশিক্ষণ নেয়ার সময় মারা গেছেন। এনডিটিভি থেকে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) মেক্সিকোর নুয়েভো লিয়নের গার্সিয়া পৌর এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে ডেবোরা এসত্রেয়া এবং তার প্রশিক্ষক ব্রায়ান লেওনার্দো বাল্লেসতেরোস ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে জানিয়েছে, পেসকেরিয়া নদীর কাছাকাছি পারকে ইন্ডাস্ট্রিয়াল সিউদাদ মিত্রাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত গতিতে উড়ার সময় হঠাৎ বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার ঠিক আগে এসত্রেয়া নিজের ইনস্টাগ্রামে অ্যাপোডাকার নর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘কি মনে করো? অন্যদিনে, গার্সিয়ার মেয়র ম্যানুয়েল কাভাসোস জানিয়েছেন, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ডেবোরা এসত্রেয়া মাল্টিমিডিওস টেলিভিশনে কাজ করছিলেন। তিনি মন্টেরেতে প্রচারিত সকালের অনুষ্ঠান ‘টেলেদিয়ারিও মাতুতিনো’-র সঞ্চালক হিসেবে জনপ্রিয়তা পান।