বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান সম্প্রতি আবারও আলোচনায় তবে এবার তার কোনো সিনেমা বা নাচের কোরিওগ্রাফির জন্য নয় বরং তার নিরাপত্তারক্ষীর বিলাসবহুল জীবনযাপন নিয়ে! তার নিরাপত্তারক্ষীর বাড়ির মূল্য ১৫ কোটি রুপি। সম্প্রতি এমনটাই জানা যায় ফারাহ খানের কুকিং ভ্লগ থেকে।

ফারাহ খান ২০২৪ সালে নিজের কুকিং ভ্লগ শুরু করেন। খুব অল্প সময়েই এটি জনপ্রিয়তা পায়। সেখানে বিভিন্ন বলিউড তারকা ও দিলিপের সঙ্গে আড্ডা দিতে দিতে ফারাহ নতুন নতুন রান্না শেখেন ও মজাদার আলাপের সঙ্গে লাঞ্চ করেন।

এবারের ভ্লগে শুরুতেই অথিতি রাখি সাওয়ান্ত অটোরিকশায় করে পৌঁছান ফারাহর অ্যাপার্টমেন্টে। ভবনের নিরাপত্তারক্ষীর সঙ্গে আলাপে জানতে চান একটি ফ্ল্যাটের দাম কত? নিরাপত্তারক্ষীর উত্তর ছিল, ‘১৫ কোটি রুপি’। রাখি চমকে লিফটে উঠে ফারাহর অ্যাপার্টমেন্টে পৌঁছে হেসে বলেন, ‘আমার বাড়ি আপনার থেকে বড়। আপনার বাড়ি ১৫ কোটি আর আমার বাড়ি ৫০ কোটি।’

ফারাহ খান হাসতে হাসতে জবাব দেন, ‘তুমি আমার বাড়ির দাম কমাচ্ছ কেন? আমার নিরাপত্তারক্ষীর ১৫ কোটির ফ্ল্যাট আছে এই ভবনে।’

এই সংলাপের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। নেটিজেনরা যেমন অবাক হয়েছেন নিরাপত্তারক্ষীর ফ্ল্যাটের দামে তেমনি মুগ্ধ হয়েছেন ফারাহ ও রাখির মজার কথোপকথনে।

সূত্র: হিন্দুস্তান টাইমস