অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে লটারিতে সোনার বার জিতেছেন মোহাম্মদ হায়দার আলী এক বাংলাদেশি প্রবাসী। তিনি ২৫০ গ্রাম ওজনের ২৪ ক্যারেট একটি সোনার বার জিতেছেন, যা মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার দিরহাম (বাংলাদেশি অর্থে ৪১ লাখ টাকার বেশি)।
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ বছর বয়সী হায়দার আলী গত পাঁচ বছর ধরে আমিরাতের আল আইনে থাকেন। সেখানে একটি ইলেকট্রনিকস সামগ্রীর দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। গত দুই বছর ধরে চার থেকে পাঁচ বন্ধু মিলে তারা লটারির টিকিট কিনছিলেন। অবশেষে কাঙ্ঘিত সাফল্য পেয়ে ২৫০ গ্রাম সোনা জিতেছেন তিনি।
গালফ নিউজ জানিয়েছে, লটারিরর উপস্থাপক রিচার্ড লাইভ ড্র চলাকালীন হায়দার আলীকে যখন ফোন করেন, তিনি প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি জিজ্ঞেস করেন, কত গ্রাম সোনা জিতেছি? পরে ফোনটি তার কাছে থাকা তার বন্ধুর হাতে তুলে দেন। সত্যিটা জানতে পেরে তিনি ও তার বন্ধু আনন্দে লাফিয়ে ওঠেন।
হায়দার বলেন, ‘আমি খুব খুশি। এটা সত্যিই একটা বিরাট চমক। এটি আমাকে আবারো টিকিট কাটতে অনুপ্রাণিত করেছে।’ তবে লটারিতে পাওয়া সোনার বার দিয়ে কী করবেন সেটি এখনো ঠিক করেননি তিনি।
এর আগে গত সপ্তাহে মানসুর আহমেদ নামে এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনার বার জিতেছিলেন।
সূত্র: গালফ নিউজ






