অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ইংল্যান্ডের ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।

ব্রিটেনের পরিবহন পুলিশ জানিয়েছে, ট্রেনটি সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে যাচ্ছিল। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এই হামলা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় মোট ১০ জন যাত্রী আহত হন। নিহতের কোনো ঘটনা ঘটেনি, তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্রেনের একজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে জানান, তিনি যে কামরায় ছিলেন, সেখানে একজন যাত্রী এসে কোনোমতে বলেন, “তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা।” এরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বিবিসিকে ওই যাত্রী আরও জানান, হান্টিংডন স্টেশনে ট্রেনটি থামা মাত্রই পরিবহন পুলিশের দল ট্রেনে প্রবেশ করে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে পুলিশ হামলা ঘটানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।