Home আন্তর্জাতিক ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট স্প্যানবার্গারের জয়

ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট স্প্যানবার্গারের জয়

অনলাইন ডেস্ক : ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে জয় পেয়েছেন অ্যাবিগেইল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেছেন। এই নির্বাচনকে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির জনপ্রিয়তার এক গুরুত্বপূর্ণ সূচক হিসেবে দেখা হচ্ছে, যেখানে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে।

বিবিসি, ইউএস টুডে সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ খবর পাওয়া গেছে।

এই জয় ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক সংকেত, যারা সারা দেশে একের পর এক নির্বাচনে জয়ের মাধ্যমে আগামী বছরের ভোটের আগে গতি সঞ্চার করতে চায়।

এখন সবার নজর নিউ জার্সির গভর্নর নির্বাচনের দিকে, যেখানে ডেমোক্র্যাট প্রতিনিধি মিকি শেরিল ও রিপাবলিকান ব্যবসায়ী জ্যাক সিয়াতারেল্লির মধ্যে তীব্র লড়াই চলছে। একই সঙ্গে ক্যালিফোর্নিয়ার কংগ্রেসনাল জেলা পুনর্নির্ধারণ বিষয়ক গণভোট এবং নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন- যেখানে প্রগতিশীল প্রার্থী জোহরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা- নিয়েও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।