অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির বিপক্ষে ছিলেন কমপক্ষে ২৬ বিলিয়নিয়ার। তারা একযোগে প্রায় ১৯ থেকে ২৮ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ব্যয় করেছেন মামদানিকে ঠেকাতে। তবুও শেষ পর্যন্ত জয় থামানো যায়নি উদীয়মান এই তরুণ রাজনীতিকের।
৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কমবয়সী মেয়র নির্বাচিত হন প্রায় এক শতাব্দী পর। একই সঙ্গে তিনি হচ্ছেন শহরটির প্রথম মুসলিম মেয়র ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা। তিনি উগান্ডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেন।
মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো, যার পেছনে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এদিকে মামদানির বিপক্ষে সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন সাবেক মেয়র ও মিডিয়া ব্যবসায়ী ‘মাইকেল ব্লুমবার্গ’। তিনি দিয়েছেন কমপক্ষে ১৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। খবর হিন্দুস্তান টাইমসের।
এছাড়া ‘এয়ারবিএনবি’র সহপ্রতিষ্ঠাতা ‘জো গেবিয়া’ দেন প্রায় ৩ মিলিয়ন ডলার এবং হেজ ফান্ড বিলিয়নিয়ার ‘বিল অ্যাকম্যান’ দেন প্রায় ১ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।
তবে সাধারণ মানুষের ক্ষুদ্র অনুদান আর জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি মামদানিকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য। বিল অ্যাকম্যান পরে শুভেচ্ছা জানিয়ে পোস্টে লেখেন,‘অভিনন্দন মামদানি।’






