অনলাইন ডেস্ক : মিসরে ঘটেছে এক অলৌকিক ও আবেগঘন ঘটনা—একই পরিবারের তিন ভাইবোন একসঙ্গে ২০২৬ সালের হজ লটারিতে নির্বাচিত হয়েছেন। লটারির ফলাফল ঘোষণার মুহূর্তে ভাইটি আনন্দে সিজদায় লুটিয়ে পড়েন, এরপর যখন নিজের নামও ঘোষিত হয়, তখন উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ঘটনাটি ঘটে মিসরের এক শহরে অনুষ্ঠিত সরকারি হজ লটারির অনুষ্ঠানে। প্রথমে ভাইয়ের বড় বোনের নাম ঘোষণার পরই তিনি সেজদায় পড়ে যান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে। কিন্তু তিনি যখন অশ্রুসিক্ত চোখে উঠে দাঁড়ালেন, তখনই শোনা গেল তার নিজের নামও নির্বাচিতদের তালিকায়।

কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হয় তাদের দ্বিতীয় বোনের নাম—একই পরিবারের তিন ভাইবোন একসঙ্গে নির্বাচিত! সঙ্গে সঙ্গে হলরুমে শুরু হয় কান্না, হাসি ও করতালির মিশ্র আবেগ। উপস্থিত সবাই মুহূর্তটিকে “অলৌকিক” বলে বর্ণনা করেন।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ‘আমরা বহু বছর ধরে হজ লটারির দায়িত্বে আছি, কিন্তু একই পরিবারের তিনজন একসঙ্গে নির্বাচিত হওয়ার ঘটনা কখনো দেখিনি। সত্যিই এটি আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত।’

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভাইটি সেজদায় পড়ে কাঁদছেন, আর উপস্থিত দর্শকরা আনন্দে করতালি দিচ্ছেন।

মিসরের ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং এই সৌভাগ্যকে রহমত ও কল্যাণের কারণ বানান।’

মিসরে প্রতিবছর সরকারি কোটা অনুযায়ী সীমিতসংখ্যক মানুষ লটারির মাধ্যমে হজে যাওয়ার সুযোগ পান। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত হওয়া কঠিন; আর একই পরিবারের তিন সদস্যের নাম একসঙ্গে উঠে আসা সত্যিই বিরল ঘটনা।

তিন ভাইবোন আগামী বছর প্রায় ৫০ হাজার মিসরীয় হাজির সঙ্গে পবিত্র হজ পালন করবেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন