Home জাতীয় নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

অনলাইন ডেস্ক : দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এক জরুরি চিঠির মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, প্রত্যেক ব্যক্তির তল্লাশি জোরদার এবং অগ্নি সুরক্ষা ব্যবস্থা সবসময় প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশে বর্তমানে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এবং পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর—কক্সবাজার, রাজশাহী, যশোর, বরিশাল ও সৈয়দপুর—বেবিচকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাউছার মাহমুদ।

তিনি জানান, চলমান পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে যেন কেউ ঝুঁকির মুখে না পড়ে, সে জন্য সবাইকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কেপিআই নিরাপত্তা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। শুধু অনুমোদিত যাত্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর প্রবেশ নিশ্চিত করতে হবে।

বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে এলোমেলো নিরাপত্তা তল্লাশি চালাতে হবে। কার্গো, যানবাহন ও ব্যাগেজ পরীক্ষার প্রক্রিয়া আরও কঠোর করতে হবে।

সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দ্রুত রিপোর্ট করতে হবে।

গ্যাস ও বৈদ্যুতিক লাইনসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হবে।