অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ‘শাটডাউন’ বা কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা অবসানের পথে আরও এক ধাপ এগিয়েছে দেশটি। বুধবার (১২ নভেম্বর) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি সমঝোতা বিল চূড়ান্ত অনুমোদন লাভ করেছে।

২২৭-২০৯ ভোটে বিলটি পাস হয়, যেখানে ক্ষমতাসীন রিপাবলিকানদের ২১৬ জন সদস্য এবং ডেমোক্র্যাটদের ৬ জন কংগ্রেস সদস্য এর পক্ষে ভোট দেন। এর আগে গত সোমবার রাতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি ৬০-৪০ ভোটে অনুমোদিত হয়েছিল, যেখানে আটজন ডেমোক্র্যাট সিনেটরও এর পক্ষে ভোট দিয়েছিলেন।

এখন এই বাজেট প্রস্তাব বিষয়ে সমঝোতা বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে, যিনি স্থানীয় সময় বুধবার রাতেই এতে সই করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর স্পিকার মাইক জনসন আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ রাতে আমরা খুবই স্বস্তি বোধ করছি। ডেমোক্র্যাটদের শাটডাউন অবশেষে শেষ হয়েছে।

গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া কেন্দ্রীয় সরকারের এই দীর্ঘমেয়াদি অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রের ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন পাচ্ছিলেন না, এবং সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমে বাড়ছিল।

বিশেষ করে গত কয়েক দিনে উড়োজাহাজ চলাচলের ওপর মারাত্মক প্রভাব পড়েছিল, যেখানে প্রতিদিন গড়ে হাজারের বেশি ফ্লাইট বাতিল হচ্ছিল। এই কারণে দীর্ঘমেয়াদি অচলাবস্থা অবসানে রাজনৈতিক চাপ তীব্র হচ্ছিল।

সূত্র: বিবিসি, আল জাজিরা