স্পোর্টস ডেস্ক : ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের যে দীর্ঘ খরা চলছিল, শেখ মোরসালিনের একমাত্র গোলে অবশেষে তার অবসান হলো। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার শেখ মোরসালিন। হামজা চৌধুরী ও সমিত সোমদের দারুণ পারফরম্যান্সের সুবাদে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসা ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষার অবসান ঘটালো লাল-সবুজের দল।