অনলাইন ডেস্ক : ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলমান খরার কারণে দেশটির বহু অঞ্চলে পানি সংকট দেখা দিলেও, পরিস্থিতি আরও জটিল করেছে হিরকানিয়ান অরণ্যে গত সাতদিনেরও বেশি সময় ধরে চলা এই আগুন। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যের অরণ্যটি বর্তমানে ইরানের অন্যতম বৃহৎ পরিবেশগত সংকটের মুখোমুখি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, টানা এক সপ্তাহের চেষ্টায় আগুনের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। কর্মকর্তারা বলছেন, এই দাবানল প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি—বরং মানবসৃষ্ট কারণেই ঘটেছে বলে ধারণা শক্ত হচ্ছে।
কাস্পিয়ান সাগরের উপকূল থেকে পাহাড়ি এলাকায় বিস্তৃত প্রাচীন হিরকানিয়ান অরণ্য পৃথিবীর সবচেয়ে পুরোনো এবং জীববৈচিত্র্যসমৃদ্ধ বনের একটি। ইউনেস্কোর তথ্য অনুযায়ী, এই অরণ্যের বয়স আড়াই কোটি থেকে পাঁচ কোটি বছরের মধ্যে। বিরল এশীয় চিতা, পারসিয়ান চিতাবাঘসহ বহু বিপন্ন প্রাণীর আবাসস্থল এই বন। এখানে এমন অনেক গাছের প্রজাতি রয়েছে, যা পৃথিবীর আর কোথাও নেই। ফলে এই দাবানল পরিবেশবিদদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।
এদিকে এখনো পর্যন্ত আগুন লোকালয়ে ছড়িয়ে পড়েনি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে অরণ্যের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। মাজানদারান প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ধ্বংসের পরিমাণ মূল্যায়ন করা যাচ্ছে না। তথ্যসূত্র : নিউ ইয়র্ক টাইমস






