অনলাইন ডেস্ক : স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায়, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস-ওএএস’র মহাসচিব লুইস আলমাগ্রো একটি অনলাইন ব্রিফিংয়ে বলেন, ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি মোতায়েন অঞ্চলটিতে একটি সামরিক সংকট সৃষ্টি করেছে। ওএএস যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সামরিক কার্যক্রমকে ‘সংযমী’ হওয়ার আহ্বান জানিয়েছে।

আলমাগ্রো বলেন, তিনি আশা করেন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা উভয়েই সংযত মনোভাব দেখাবে এবং আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথে সমস্যা সমাধান নিশ্চিত করবে। আলমাগ্রো সংগঠিত অপরাধ মোকাবেলার প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেন, তবে তিনি জোর দিয়ে বলেন, এই কার্যক্রম আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। আলমাগ্রো আরও বলেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আন্তর্জাতিক জলসীমা বা অন্যান্য দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানের বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আলমাগ্রো জোর দিয়ে বলেন, তিনি আশা করেন ক্যারিবিয়ান অঞ্চল শান্তিপূর্ণ থাকবে।

সম্প্রতি, ‘মাদকবিরোধী’ অজুহাত দেখিয়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিকটবর্তী ক্যারিবিয়ান সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকে, মার্কিন নৌবাহিনী ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ২০টিরও বেশি তথাকথিত ‘মাদক পাচারের নৌকা’ ডুবিয়ে দিয়েছে, যাতে ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

অন্যদিকে, মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের প্রধান উত্স নয়। ভেনেজুয়েলা সরকার বারবার অভিযোগ তুলে যে, যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন এবং লাতিন আমেরিকায় সামরিক সম্প্রসারণের চেষ্টা করছে।