Home জাতীয় সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানের আবেইতে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

অনলাইন ডেস্ক : সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হয়েছেন।

পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, হামলার পর থেকে ওই এলাকায় তীব্র সংঘর্ষ চলছে এবং পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করে ইউএন ঘাঁটিতে আক্রমণ চালায়।

আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

আইএসপিআর আরও জানায়, নিহত শান্তিরক্ষীরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবিলা করেন। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।