অনলাইন ডেস্ক : ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে আকস্মিক বন্যার পাশাপাশি ভূমিধস দেখা দিয়েছে। এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ঝড়টি শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি ছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু অংশে ১১ ইঞ্চি (প্রায় ২৭ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর জেরে বহু এলাকা প্লাবিত হয়, গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। বাড়তে থাকা পানিতে আটকে পড়া যানবাহন থেকে যাত্রীদের উদ্ধারে জরুরি পরিষেবাকে একাধিক অভিযান চালাতে হয়েছে।

পরিস্থিতির অবনতির পর গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে, সামনে আরও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে এবং ছোট-বড় নদী-নালায় পানি বাড়তে পারে।

দুর্যোগে প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গায়। সান ডিয়েগোতে একটি গাছ পড়ে ৬৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। রেডিং শহরে বন্যার পানিতে গাড়ির ভেতর আটকে থাকা অবস্থায় উদ্ধারকালে ৭৪ বছর বয়সী আরেকজন মারা যান। এছাড়া সোমবার মেনডোসিনো কাউন্টির ম্যাককেরিচার স্টেট পার্কে বড় ঢেউয়ের ধাক্কায় পাথর থেকে পড়ে সাগরে ভেসে গিয়ে সত্তরোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো কাউন্টিতে কিছু এলাকায় সরিয়ে নেয়ার সতর্কতা জারি করা হয়েছে এবং সান ফ্রান্সিসকো বে এলাকায় ফ্ল্যাশ ফ্লাড সতর্কতা দেয়া হয়েছে। বে এলাকায় এক পর্যবেক্ষণকেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল ছাড়িয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির ব্যস্ত সময়ে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।