অনলাইন ডেস্ক : অবিলম্বে গণমাধ্যমসেবীদের জন্য দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
এ ছাড়া এখনো যেসব প্রতিষ্ঠানে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করা হয়নি সেখানে বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।
বুধবার (২৮ জানুয়ারি) বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধিসহ দৈনন্দিন ব্যয় নির্বাহে সাধারণ মানুষের মতো সাংবাদিকরা দিশাহারা। প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড নানা কৌশলে অনেক সংবাদমাধ্যম বাস্তবায়ন করছে না।
বৈষম্যের শিকার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বিষয়টি বারবার এড়িয়ে গেছে।
নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সাংবাদিক-ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত দেড় বছর দফায় দফায় দাবি জানানোর পরও অন্তর্বর্তী সরকার কোনো কর্ণপাত করেনি এবং সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কোনো উদ্যোগ নেয়নি।
বিএফইউজে-ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘আমরা গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তা-কর্মচারী বা অন্য পেশাজীবীসহ কারো বেতন-ভাতা বৃদ্ধির বিরোধী নই।
কিন্তু এর ফলে যাতে সমাজে বৈষম্য না বাড়ে, সরকারকে তা নিশ্চিত করতে হবে এবং সমাজের অন্যান্য অংশীজনের বিষয়টিও গুরুত্বসহ বিবেচনায় নিতে হবে।’
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে উল্লেখ করতে চাই যে গণমাধ্যমসেবীদের কাজের বৈশিষ্ট্য, দুরূহ ও কষ্টসাধ্যতা বিবেচনায় সাংবাদিকদের বেতন-ভাতা চতুর্থ রোয়েদাদ পর্যন্ত ছিল সরকারি কর্মচারীদের চেয়ে উন্নত। কিন্তু ক্ষমতার কেন্দ্রে থাকা আমলারা পরবর্তীতে সরকারকে বিভ্রান্ত করে নিজেদের বেতন-ভাতা বারবার স্ফীত করেছেন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খ্যাত সংবাদকর্মীরা রয়েছেন বরাবরের মতোই উপেক্ষিত।
নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে সাংবাদিকদের জন্য দশম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানাচ্ছি। যেসব সংবাদ প্রতিষ্ঠান চলমান নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করেনি সেখানে বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড চালু এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।






