সাজেদুন নাহার ঝর্ণা : ডিস্ট্রেস্ড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল কানাডা (DCI Canada) ৫ম বর্ষে পা রাখলো। গত ২৭শে সেপ্টেম্বর টরন্টোর রেড হট তান্দুরীতে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল এর পাঁচ বছর পূর্তি এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত পাঁচ বছরের কার্যাবলী আলোচনা এবং এর নতুন কমিটি গঠন করা হয়।

ডি.সি.আই মূলত আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি ভিত্তিক একটি অলাভজনক সেবাদানকারী সংস্থা। এই সংস্থাটি বাংলাদেশসহ বিশ্বের ৫টি দরিদ্র দেশে চক্ষু, স্বাস্থ্য এবং শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। এই সংস্থাটির সেবামূলক কাজে অনুপ্রাণিত হয়ে কানাডাতে এর কার্যক্রম শুরু হয় ২০১৮ সালে সরকারী নিবন্ধনএর মাধ্যমে। শহীদ খন্দকার (টুকু) সভাপতি, সাজেদুন নাহার (ঝর্ণা) সম্পাদক এবং মাসুদ হাকিম (হীরু) কমিটি গঠন করে উঈও কানাডার যাত্রা শুরু হয়।

২০১৮ নভেম্বর মাসে ডি.সি.আই এর কার্যনির্বাহী পরিচালক ডক্টর এহসান হক এবং ডি.সি.আই এর গুড উইল এম্বাসিডার বিশ্বখ্যাত চিত্র নায়িকা ফরিদা আখতার ববিতার অংশগ্রহণের মাধ্যমে শুভ উদ্ভোধন শুরু হয়।

শুরু থেকে ডি.সি.আই কানাডা বাংলাদেশে সুবিধা বঞ্চিত দরিদ্র শিশু ও তাদের পরিবারদের শিক্ষা এবং স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এর মধ্যে বিশেষ করে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুলের আগে এবং স্কুল এর বিনামূল্যে শিক্ষা অনুশীলন দেয়া হয়। প্রতি বছর শুরুতে ডি.সি.আই নিবন্ধনকৃত শিশুদের শিক্ষা এবং পরিষ্কার – পরিচ্ছন্নতা সামগ্রী প্রধান করা হয়। কর্মহীন মহিলাদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে, বিনা শর্তে আর্থিক সাহায্য প্রদান করা হয় যেমন, গরু, ছাগল এবং সেলাই মেশিন ইত্যাদি ।

ডি.সি.আই কানাডা ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সভায় নতুন কিছু প্রজেক্ট এবং পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, শিশুদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ এবং মহিলাদের হাতের কাজ এবং সেলাই কাজের প্রশিক্ষণ। ডি.সি.আই কানাডার সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতিবারের মত এবারেও ডি.সি.আই কানাডার “ঢাকা মডেল প্রজেক্ট” ভ্রমণ করবেন এবং আগামী প্রজেক্টগুলোর সার্বিক বিভিন্ন দেখাশুনা করবেন।

ডি.সি.আই কানাডার শিশু কল্যাণ কার্যাবলীতে অনুপ্রাণিত হয়ে আরো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এর মধ্যে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং প্রতি মাসে একটি শিশু পড়াশুনার সার্বিক দায়িত্ব নিয়েছেন তারা ইকবাল হোসাইন, কাউসার সাহাব বেলি, রোকেয়া সুলতানা এবং সামিনা নাসরিন। নিবেদিত প্রাণ বাল্য যুবক তাহসিন, জুহাইর, আরিয়ান, হাসিব, প্রীণন এবং ওয়াফি যারা একটি করে শিশুর প্রতি মাসের পড়াশুনার খরচ বহন করে যাচ্ছে এবং কানাডাতে বসে ডি.সি.আই এর শিশুদের অনলাইন এ বিভিন্ন বিষয়ে টিউটোরিং করে যাচ্ছে।

তেমনি কিছু উদার মনের বাংলাদেশী কানাডিয়ান ডি.সি.আই কানাডার কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন। তারা ইয়াসমীন বেগম, ইকবাল হোসাইন, কাউসার সাহাব (বেলি), সোমা হোসাইন, হাবীবুল্লাহ পারভেজ, রিয়েল স্টেট এজেন্ট রোকেয়া সুলতানা, মর্টগেজ এজেন্ট আফতাব হোসাইন এবং রিয়েল স্টেট এন্ড মর্টগেজ ব্রোকার মনির ইসলাম। মানব হিতৈষী আরো একদল নতুন সদস্যের অংশগ্রহণের মাধ্যমে ডি.সি.আই কানাডার যাত্রা আরো বলিষ্ঠ এবং গতিময় হল। যারা নিজের দেশের অসহায় শিশু এবং তাদের পরিবারের জন্য সাহায্যের হাত বাড়াতে চান, আসুন দেশের জন্য একসাথে কাজ করি।
অংশ গ্রহণ এবং সাহায্যের জন্য যোগাযোগ করুন: dcicanadachapter@gmail.com