অনলাইন ডেস্ক : একাডেমিক প্রোগ্রামের জগতে নতুন নাম ORROE। বাঙালি অধ্যুষিত ডানফোর্থে সাফল্যের পর ORROE দ্বিতীয় ক্যাম্পাসের যাত্রা শুরু হলো এবার স্কারবোরো ক্যাম্পাসে যেটা বেলামী ও এলসমেয়ার সংযোগে অবস্থিত। গত ২রা অক্টোবর স্কারবোরো সাউথওয়েস্ট-এর এমপিপি ডলি বেগম এই নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, “এই বিশেষ করোনাকালীন সময়ে এই নতুন উদ্যোগকে স্বাগত জানাই। তিনি এর সাফল্য কামনা করেন।”
৪ থেকে ১৪ বছর শিক্ষার্থীদের কানাডিয়ান কারিকুলামসহ উন্নতমানের এক অনন্য পদ্ধতিতে পাঠদান করানো হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার ড. শেখ মিজানুর রহমান বলেন, আমাদের আই-ম্যাথ ও আই-ইংরেজি প্রোগাম শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তিনি জানান, বর্তমানে আমাদের দুটি ক্যাম্পাস: একটি ৩০৪০ ডানফোর্থ এভিনিউ এবং নতুনটি ১০৮৫ বেলামী রোড নর্থ। দুটি ক্যাম্পাসেই বর্তমানে অনলাইন ও সশরীরে ক্লাস পরিচালনা হচ্ছে। বর্তমান সময়ের সাথে তাল রেখে এখানকার কারিকুলাম ভবিষৎ প্রজন্মকে শিক্ষার উন্তত শিখরে পৌঁছাবে এবং আগামী নেতৃত্ব গড়ে তুলবে। খুব শীঘ্রই এটি মূলধারার একাডেমিক প্রোগামের সাথে সমান তালে এগিয়ে যাবে এই আশাবাদ সকলের।