সুহেল ইবনে ইসহাক: ১ মার্চ, ২০২০ থেকে ১২ মার্চ, ২০২২ সময়ের জন্য একটি পৃথক মালিকানাধীন যাত্রীবাহী যান, হালকা-শুল্ক ট্রাক, মোটরসাইকেল বা মোপেডের জন্য আপনার লাইসেন্স প্লেট স্টিকারের নবায়ন ফি কেউ প্রদান করে থাকেন, আর যদি ড্রাইভিং লাইসেন্সের ঠিকানাটি সঠিক থাকে তাহলে তিনি আগামী মার্চের শেষে কিংবা এপ্রিল মাসে মেইলে একটি রিফান্ড চেক পাবেন। আর গাড়ির লাইসেন্স প্লেট স্টিকার নবায়ণ করে না থাকলে ওই সময়ের জন্য আপনাকে ডিফল্ট ফি, জরিমানা বা টোল দিতে হবে না।
যদি কেউ ঠিকানা আপডেট করেন বা ৭ মার্চের পরে অন্যান্য ডিফল্ট জরিমানা, ফি বা টোল পরিশোধ করেন, তাহলে রিফান্ড চেক কিছুদিনের মধ্যেই তিনির ঠিকানায় চলে আসবে। রিফান্ড পেতে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা চেক চেক করতে হবে। যদি বর্তমান ঠিকানা ঠিক থাকে, আপডেট করার দরকার নেই তাহলে নিশ্চিত থাকুন আপনার ঠিকানায় রিফান্ড চলে আসবে। আর যদি ড্রাইভিং লাইসেন্সের ঠিকানা পরিবর্তিত হয়েছে কিন্তু আপডেট করেননি, তাহলে এটি সত্ত¡র আপডেট করে নিতে হবে।বিস্তারিত জানতে সার্ভিস অন্টারিও-এর ওয়েবসাইট ভিসিট, কিংবা সার্ভিস অন্টারিও-এর যেকোনো সেন্টার ভিসিট করুন।