অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রদেশের কিছুটা শিথিল করা হচ্ছে। শুক্রবার মধ্যরাত থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলে এক সরকারি বার্তায় জানানো হয়েছে। এর ফলে আগামী ২ জুন পর্যন্ত স্টে হোম অর্ডার বলবত থাকলেও গলফ কোর্ট, টেনিস কোর্ট খুলে দেওয়া হবে এবং ফুটবল কার রেসিং ও ঘোড়দৌড় প্রতিযোগিতা চালু করা যাবে। তবে এসব ক্ষেত্রেই নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান এখনি খুলছে না। এছাড়া দলবেঁধে খেলোয়াড়দের প্রশিক্ষণ গ্রহণও এখন বন্ধ থাকবে। অটোয়ার মেয়র জিম ওয়াটসন বলেছেন, শুক্রবার মধ্যরাত থেকে সামাজিক দূরত্ব মেনে ৫জন বিভিন্ন আউটডোর গেমে অংশ নিতে পারবে। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাধীন স্বজনদের সাথেও দেখা করা যাবে। যেসব ক্রীড়া কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে সেগুলোর তালিকায় রয়েছে- গলফ কোর্স, ড্রাইভিং রেঞ্জ, ফুটবল মাঠ, টেনিস কোর্ট, বাস্কেটবল কোর্ট ও স্কেটিং পার্ক।
এছাড়া তালিকায় আছে শুটিং রেঞ্জ, নৌকা বাইচ ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। মেয়র বলেন, খেলাধুলার সুযোগ পেয়ে শিশুরা নিশ্চয় আনন্দিত হবে। তবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই ছাদের নিচে বসবাস না করলেও কমপক্ষে পাঁচজন নিয়ম-নীতি মেনে একসাথে চলাফেরা করতে পারবে। পথচারী ও সাইক্লিস্টদের সুবিধার জন্য যান্ত্রিক যান চলাচল আপাতত বন্ধ থাকবে।
ফোর্ড সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার থেকে হাসপাতালগুলোতে দর্শনার্থী প্রবেশে অনুমতি দেওয়া হবে। দীর্ঘদিন হাসপাতালে থাকা রোগীদের সাথে তাদের স্বজনরা দেখা করতে পারবেন। এছাড়া মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব রেখে একজন আরেকজনের বাসায় গিয়েও দেখা করতে পারবেন। যাদের বাসায় পর্যাপ্ত খোলা জায়গা নেই, তারা স্বাস্থ্যবিধি মেনে নিকটস্থ পার্ক অথবা পাবলিক প্লেসে স্বজনদের সাথে দেখা করতে পারবেন। সূত্র : রেডিও কানাডা