বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি অস্ট্রেলিয়ায় তার অড়া ট্যুরের সময় বর্ণবৈষম্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে তিনি পর্দার আড়ালের কিছু মুহূর্ত দেখানোর পাশাপাশি জানিয়েছেন, কীভাবে কেউ কেউ তাকে উবার ড্রাইভার বা সেভেন-ইলেভেন কর্মী বলে মন্তব্য করেছিলেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় দিলজিৎ জানান, তিনি যখন অস্ট্রেলিয়ায় পৌঁছান, তখন পাপারাজ্জিরা তার ছবি তোলে। এরপর সেই ছবি যখন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, তখন অনেকে বর্ণবাদী মন্তব্য করতে শুরু করে। দিলজিৎ বলেন, কেউ লিখেছে নতুন উবার ড্রাইভার এসে গেছে, কেউ বলেছে নতুন সেভেন-ইলেভেন কর্মী নেমেছে। আমি অনেক বর্ণবাদী মন্তব্য দেখেছি। কিন্তু আমি মনে করি, এই পৃথিবীটা এক হওয়া উচিত, কোনো সীমান্ত থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, আমি রাগ করি না। বরং আমি গর্ববোধ করি যদি কেউ আমাকে ক্যাব বা ট্রাক ড্রাইভার বলে। কারণ এই মানুষগুলো না থাকলে কেউ ঘরে রুটি পেত না। তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ।
ভক্তরা দিলজিতের এই মানবিক বক্তব্যে মুগ্ধ হন। একজন ভক্ত লিখেছেন, আপনি ঠিক বলেছেন। আমি সিডনিতে আপনার কনসার্টে সিকিউরিটি অফিসার ছিলাম আপনি সত্যিই হৃদয় জয় করেছেন্ন অন্য এক ভক্ত মন্তব্য করেন,আপনার প্রতি গভীর শ্রদ্ধা ভাই।






