অনলাইন ডেস্ক : আগামী ২৪শে অক্টোবর, সোমবার কানাডার সবচেয়ে ব্যস্ততম এবং জনবহুল নগরী টরন্টোর মেয়র, কাউন্সিলর এবং স্কুল বোর্ড ট্রাস্টি পদে নির্বাচন হতে যাছে। টরন্টো সিটির ১ জন মেয়র, ২৫ জন কাউন্সিলর এবং ৩৯ জন স্কুল বোর্ড ট্রাস্টির জন্য ইতোমধ্যে ৩৭২ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ জন মেয়র প্রার্থী, ১৬৪ জন কাউন্সিলর এবং ১৭৭ জন স্কুল বোর্ড ট্রাস্টি প্রার্থী রয়েছেন।

এ নির্বাচনে টরন্টোবাসীর মূল দৃষ্টি থাকে মেয়রের দিকে। টরন্টোর মানুষের জীবনযাত্রায় মেয়র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। টরন্টোর বর্তমান মেয়র জন টরী তৃতীয় বারের মত নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে তাঁর সাথে গিল পেনালোসার তীব্র লড়াই হবে। করোনা পরবর্তী সময় এবং ইউক্রেন-রাশিয়ার সামরিক সংঘাত বিশ্বের অন্যান্য শহরের মত টরন্টোতেও যে নেতিবাচক প্রভাব ফেলেছে, সেখান থেকে টরন্টোবাসী জীবনযাত্রার মান বাড়ানোর জন্য এবারের মিউনিসিপ্যাল নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করতে হবে।

২৪শে অক্টোবর, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। তার আগে ৭ই অক্টোবর থেকে ১৪ই অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘এডভান্স ভোটিং’ গ্রহণ করা হয়েছে। ‘এডভান্স ভোটিং’ এর জন্য প্রতিটি ওয়ার্ডের জন্য ২টি করে মোট ৫০টি কেন্দ্রের ব্যবস্থা ছিল। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবারে মোট ১৫০০০ ব্যক্তি কাজ করছেন।

এ বছর টরন্টোর মিউনিসিপ্যাল নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে প্রায় ১৮ লাখ ৯০ হাজার। আর বৃহত্তর টরন্টো শহরে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৪৬০টি। তবে এবারের টরন্টো সিটির মিউনিসিপ্যাল নির্বাচনে প্রার্থীর সংখ্যা গত নির্বাচনের তুলনায় কমে গেছে। গত ২০১৮ সালের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৫০১ জন। এর মধ্যে ৩৫ জন ছিলেন মেয়র প্রার্থী ও ২৪২ জন কাউন্সিলর এবং ২২৪ জন স্কুল বোর্ড ট্রাস্টি প্রার্থী ছিলেন।

এবারের নির্বাচনে নির্বাচিতদের মেয়াদ শুরু হবে ১৫ই নভেম্বর ২০২২ এবং শেষ হবে ১৪ই নভেম্বর ২০২৬।