অনলাইন ডেস্ক : আগামী ৯ই সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৫:৩০টায় প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ কানাডা (পিডিআই)’র আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র টরন্টো ফিল্ম ফোরাম এর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টারে ‘প্রবাস সংলাপ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সংলাপের শিরোনাম : “বাংলাদেশের আগামী নির্বাচন: গণতন্ত্রের সঙ্কট ও সম্ভাবনা” ‘প্রবাস সংলাপ’ এ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক জসীম উদ্দিন আহমদ, সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আব্দুল আউয়াল, সাবেক উপাচার্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, নাসির উদ দুজা, সাবেক সহ সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং অধ্যাপক এম আসিউজ্জামান, সাবেক ক‚টনৈতিক সাংবাদিক ডেইলি ষ্টার ও আন্তর্জাতিক সম্পাদক বিডিনিউজ ২৪। ‘প্রবাস সংলাপ’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মনির জামান রাজু।
এ আয়োজনে সংলাপের প্রশ্নোত্তর ও মতামত পর্বে উপস্থিত দর্শকদের অংশ নেবার সুযোগ থাকবে। প্রবাস সংলাপ এ উপস্থিত হওয়ার জন্য প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ, কানাডা ( পিডিআই) এর যুগ্ম আহবায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে এবং সমন্বয়ক মাহবুব আলম সবার প্রতি আহবান জানিয়েছেন।